Entertainment

4 months ago

Kangana Ranaut:বলিউডের সবাই বোকা ও মূর্খ: কঙ্গনা রনৌত

Kangana Ranaut
Kangana Ranaut

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআলটপকা মন্তব্য করে বিতর্ক তৈরিতে তাঁর জুরি নেই। ইদানীং সবাইকে অবাক করে একটু মেপে কথা বলছিলেন। কিন্তু নামটা যেহেতু কঙ্গনা রনৌত, কত দিনই আর চুপ থাকবেন! সম্প্রতি রাজ সামানির পডকাস্টে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই বলিউড তারকাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। খবর হিন্দুস্তান টাইমসের

প্রায়ই বলিউড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা।বিটাউনের তারকাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনি। এবার বলি অভিনেতাদের ‘বোকা ও মূর্খ’ বলে কটাক্ষ করলেন এই সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা জানান, এত বছর ধরে বলিউডের সঙ্গে যুক্ত থাকলেও একজন ‘স্বাভাবিক’ মানুষের সঙ্গেও সাক্ষাৎ হয়নি তাঁর।

কঙ্গনা বলেন, ‘আমি ঠিক বলিউডের সঙ্গে মানানসই নই। বলিউডের লোকজনের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। ওরা শুধু নিজেদের নিয়ে ভাবে। সবাই বোকা ও মূর্খ।’

কঙ্গনা আরও বলেন, ‘শুটিং না চললে এরা সকালে উঠে শরীরচর্চা করে, দুপুরে ঘুমায়, ঘুম থেকে উঠে ছোট পর্দায় কিছু দেখে আবার রাতে ঘুমিয়ে পড়ে। এইটুকুই! এরা ফড়িংয়ের মতো।

এদের মাথা একেবারেই ফাঁপা। এ ধরনের মানুষের সঙ্গে তুমি কীভাবে বন্ধুত্ব করবে। ওরা জানেই না, কোথায় কী ঘটছে। বলিউডে একটা ভদ্র মানুষ খুঁজে পেলে আমি সত্যিই আশ্চর্য হতাম।’কঙ্গনার দাবি, বলিউডের অভিনেত্রীরা একত্র হলে নিজেদের মধ্যে শুধুই সাজগোজ, দামি পোশাক নিয়ে আলোচনা করেন এবং পরচর্চা করেন।এই জন্যই নাকি বলিউডের পার্টি বা অন্য অনুষ্ঠান এড়িয়ে চলেন এই অভিনেত্রী।

এখন ‘ইমার্জেন্সি’র প্রচারে ব্যস্ত কঙ্গনা। এই ছবি তাঁরই পরিচালিত। ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর।


You might also like!