kolkata

2 hours ago

WB Govt Circular Strike: জনজীবনে ধর্মঘটের প্রভাব ঠেকাতে উদ্যোগী রাজ্য

WB CM Mamata Banerjee
WB CM Mamata Banerjee

 

কলকাতা, ৮ জুলাই : রাত পোহালেই বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘট। এতে শামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন। বামেরাও এই ধর্মঘট সফল করতে সক্রিয় হয়েছে। এর প্রভাব সাধারণ জনজীবনে যাতে না পড়ে, তার জন‌্য উদ্যোগী হয়েছে রাজ্য। ধর্মঘট হবে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত। বাড়তি বাস, ভেসেল নামাচ্ছে পরিবহণ দফতর। খোলা হচ্ছে কন্ট্রোলরুমও। বাতিল করা হয়েছে সমস্ত চালক, কন্ডাক্টর এবং অন‌্যান‌্য কর্মীদের ছুটি। পাশাপাশি বেসরকারি বাস, ট‌্যাক্সি, অটোও পর্যাপ্ত পরিমাণে থাকবে বলেই জানিয়েছে কিছু বেসরকারি পরিবহন সংগঠনগুলো।

বুধবার সকাল ৬টা থেকেই কন্ট্রোলরুম খোলা থাকবে। ০৩৩-২২৩৬১৯১৬, ০৪৬২,০৪৬৩ এবং ৮৬৯৭৭৩৩৩৯১। জানানো হয়েছে, সিএসটিসি-র ৫০০, সিটিসি ২০০, ডাব্লুবিএসটিসি ৭০ টি বাস একেক শিফটে নামবে। দুই বা তিন শিফট করে বেশিরভাগ বাস চলবে। তাছাড়া ভেসেল চলাচল করবে ২৫টি।  চলবে দু’টি ট্রামও। প্রত্যেক ডিপো ম‌্যানেজারদের এবিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে সরকারি কাজে কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করা নিয়ে নবান্নের নির্দেশের প্রেক্ষিতে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সংবাদমাধ্যমে বলেন, ধর্মঘট কেন আটকাতে চাইছেন, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ তোলেন তিনি।


You might also like!