Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

1 week ago

Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’

Sunny Leone
Sunny Leone

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বছরের শুরুতে মথুরার পবিত্র ভূমিতে সানি লিওনির উপস্থিতি নিয়ে তৈরি হলো চরম বিতর্ক। ১ জানুয়ারি মথুরার একটি পানশালায় (Bar) সানির একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সেই খবর জানাজানি হতেই মথুরার সাধুসন্ত এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। শেষ পর্যন্ত বিরোধের মুখে পড়ে বাতিল করতে হলো অভিনেত্রীর সেই অনুষ্ঠান।

নতুন বছরের মথুরার বুকে সানির অনুষ্ঠানের খবর চাউর হতেই প্রতিবাদী হয়ে ওঠে সেখানকার বিভিন্ন ধর্মীয় সংগঠন। এমনই এক সংগঠনের তরফে অনুষ্ঠানের উদ্যোক্তাদের অনুষ্ঠান বাতিলের জন্য চাপ দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয় যে, বছরে পর বছর মথুরা ধাম এক অন্যরকম ঐতিহ্য বহন করে চলেছে। এই তীর্থক্ষেত্রের মহিমা সকলেই জানেন। এই পবিত্রভূমিতে এমন একজন অভিনেত্রীকে আনা মানে শুধু এই ব্রজভূমি অপবিত্র করাই নয় বরং শ্রী কৃষ্ণের অপমানও। এই অনুষ্ঠানের আমরা তীবর প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই শো বাতিক করা হোক। চাপের মুখে পড়ে সানির শো বাতিল করতে বাধ্য হন শোয়ের উদ্যোক্তারা।


এক সময়ের নীল ছবির নায়িকা সানি লিওনির বলিউডে আত্মপ্রকাশ ঘটে মহেশ ভাটের ছবির হাত ধরে। জনপ্রিয় ‘বিগ বস’ শোতে এসে আরও বেশি সংখ্যক মানুষের অন্দরমহলে পৌঁছে গিয়েছিলেন সানি। নীল ছবির দুনিয়া ছেড়ে স্বাভাবিক আর পাঁচটা মানুষের মতোই জীবনযাপন করতে চেয়েছিলেন সানি। তিন সন্তান ও স্বামীর সঙ্গে সানির সুখী গৃহকোণ। জীবনের অতীতের ছায়া কেটে গিয়ে তাঁর শাপমোচন ঘটেছে বলেই তারপর থেকে ভেবেছেন সকলে। কিন্তু ব্রজভূমির এই ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে, তা ভুল।

You might also like!