Entertainment

2 hours ago

Deepika Padukone: মেয়ের জন্য মায়ের উপহার—দুয়ার জন্মদিনে নিজের হাতে কেক বানালেন দীপিকা!

Deepika Padukone and Ranveer Singh celebrates 1st birthday of daughter Dua
Deepika Padukone and Ranveer Singh celebrates 1st birthday of daughter Dua

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোমবার, ৮ সেপ্টেম্বর একবছর পূর্ণ করল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের একমাত্র কন্যা, দুয়া। মেয়ের প্রথম জন্মদিন তাঁরা পালন করেছেন একেবারে সাদামাটাভাবে। বহু অনুরাগী অপেক্ষায় ছিলেন তাঁদের সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের ঝলক দেখার জন্য। অবশেষে বুধবার সকালে দীপিকা তাঁর ইনস্টাগ্রামে ভাগ করে  নিলেন দুয়ার জন্মদিন উদযাপনের কিছু বিশেষ মুহূর্ত—তবে একটু ভিন্নভাবে। 

এদিন সকালে একটি চকোলেট কেকের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে দীপিকা ক্যাপশনে লেখেন, ‘আমার লাভ ল্যাঙ্গোয়েজ? আমার মেয়ের জন্য তার প্রথম জন্মদিনে কেক বেক করা।’ অর্থাৎ এখান থেকেই স্পষ্ট, মেয়ের জন্মদিনে নিজেই কেক বানিয়ে চমক দিয়েছেন দীপিকা। এটাকেই তিনি ভালোবাসার বিশেষ  প্রকাশ হিসেবে বেছে নিয়েছেন, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। যদিও দুয়া এখন একবছরের, তবুও তাঁর পুরো ছবি এখনও প্রকাশ্যে আনেননি দীপিকা ও রণবীর। গত বছর গণেশচতুর্থীর পরের দিনই তাঁদের ঘরে এসেছে ছোট্ট দুয়া। দীপাবলির সময় মেয়ের ছোট্ট পায়ের ছবি শেয়ার করেছিলেন এই সেলেব দম্পতি। 

সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে ছোট্ট দুয়া, যা নিয়ে বেশ ক্ষুব্ধ হন দীপিকা। বহুবার অনুরোধ সত্ত্বেও পাপারাজ্জিরা যখন তাঁদের সীমা অতিক্রম করেন, তখন স্পষ্টভাবে বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী। এই ঘটনার পর দীপিকার অনুরাগীরাও ক্ষোভ প্রকাশ করেন নেটদুনিয়ায়। তাঁদের বক্তব্য, তারকা হলেও ব্যক্তিগত পরিসরের একটা সীমা থাকা উচিত। সবসময় ক্যামেরার সামনে থাকাটা কোনো নিয়ম নয়—গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করা উচিত।

You might also like!