Entertainment

7 hours ago

Kajal Aggarwal:পথ দুর্ঘটনায় কাজল? নায়িকার প্রতিক্রিয়া: “আমি মরি নাই!”

Kajal Aggarwal
Kajal Aggarwal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :সোশ্যাল মিডিয়ার যুগে তারকাদের ভুয়ো মৃত্যুর খবর নতুন কিছু নয়। বলিউড থেকে দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগৎ—সেলেবরা প্রায়ই এ ধরনের অপ্রীতিকর গুজবের শিকার হন। খোদ শাহেনশা অমিতাভ বচ্চন, কিং খান শাহরুখ, ক্যাটরিনা কাইফ কিংবা দক্ষিণের মেগাস্টার রজনীকান্তও একসময়ে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে ফেঁসে গেছেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন হল বলিউড ও দক্ষিণের জনপ্রিয় নায়িকা কাজল আগরওয়াল। সোমবার থেকেই অভিনেত্রীর মৃত্যুসংবাদ নেটপাড়ায় ভাইরাল হয়ে উঠেছে, যার ফলে সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি হয়েছে তোলপাড়

এক পোস্ট থেকেই এহেন ‘কেলোর কীর্তি’র সূত্রপাত। যেখানে দাবি করা হয়েছে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের। তারপর থেকেই শোকজ্ঞাপনের ঢল! সেই গুজব ফলাও করে অনুরাগীরাও ফেসবুকজুড়ে শোকবার্তা দিতে শুরু করেন। “বিশ্বাসই হচ্ছে না আপনি নেই… কেন এমন হল?” গোছের মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটদুনিয়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শেষমেশ তিতিবিরক্ত হয়ে মুখ খুলতে বাধ্য হলেন অজয় দেবগনের ‘সিংহম’ নায়িকা।

সোমবার এক্স হ্যান্ডেলের পোস্টে অনুরাগীদের আশ্বস্ত করে কাজল জানিয়েছেন, তিনি দিব্যি সুস্থ রয়েছেন। এইধরনের ভুয়ো খবরের ফাঁদে যেন তাঁরা পা না দেন, সেই সতর্কবাণীও রয়েছে সংশ্লিষ্ট পোস্টে। কাজলের মন্তব্য, ‘শুনলাম, আমাকে নিয়ে একটা ভিত্তিহীন খবর রটেছে যে, আমার নাকি পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের সকলকে আশ্বস্ত করে বলছি যে, ঈশ্বরের কৃপায় আমি পুরোপুরি ভালো রয়েছি। নিরাপদে রয়েছি। সকলের কাছে আর্জি, এধরনের ভুয়ো খবর বিশ্বাস করবেন না। চলুন না, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। সত্যকে ঘিরে থাকি।’

২০১১ সালে সিংহম ফ্র্যাঞ্চাইজির পয়লা ছবিতে অজয় দেবগনের সঙ্গে জুটি বেঁধে বলিউডের লাইমলাইট কেড়েছিলেন দক্ষিণী সুন্দরী। তার পর থেকে একাধিক হিন্দি সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। উত্তর-পূর্ব বলয়ের সিনেদর্শকদের মধ্যেও কাজল আগরওয়ালের জনপ্রিয়তা নেহাত কম নয়। এবার নিজের মৃত্যুর খবর শুনে নিজেই হতভম্ব অভিনেত্রী!

You might also like!