Country

5 hours ago

Rajasthan Rains: রাজস্থানে বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা, লাল সতর্কতা জারি

Rajasthan Rains;Red Alert Issued Amid Heavy Showers
Rajasthan Rains;Red Alert Issued Amid Heavy Showers

 

জয়পুর, ৭ সেপ্টেম্বর: ভারী বৃষ্টির জেরে রবিবার আবহাওয়া দফতর রাজস্থানের বারমের, জালোর ও সিরোহী জেলায় লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি আরও পাঁচ জেলায় কমলা সতর্কতা এবং ১১ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে।

You might also like!