দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায় একের পর এক বক্স অফিস হিট উপহার দিচ্ছেন। সম্প্রতি তার দুটি ছবি, ‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’, মুক্তি পেয়েছে এবং দুটিই বেশ ভালো সাড়া পেয়েছে। এখন রাজ ঘরনি তার নতুন চরিত্র নিয়ে ব্যস্ত।
অদিতি রায়ের পরিচালনায় হইচই’র পর্দায় নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’এ দেখা যাবে শুভশ্রীকে। কারাগারে বন্দি এক অন্তঃসত্ত্বা নারীর গল্পই বলবে এই সিরিজ। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে তাঁর মুখে ক্ষোভের ছায়া স্পষ্ট। চোখে রাগ, কপালে কাটা দাগ আর তার সঙ্গে চেহারায় যেন যুদ্ধং দেহি ভাব। উল্লেখ্য, শুভশ্রীকে এখানে দর্শক পাবেন একজন সাংবাদিকের চরিত্রে। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই ছবিতে শুভশ্রী ছাড়াও থাকবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে সাহেব চট্টোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিত্র দত্ত বণিক প্রমুখ। এছাড়াও থাকবেন এক ঝাঁক নতুন তারকা।
এর আগে হইচই’র পর্দাতেই ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে নিজেকে অন্যভাবে মেলে ধরেছিলেন শুভশ্রী। তাঁকে সেই রূপে দেখে দর্শক রীতিমতো চমকে গিয়েছিলেন। শুধু তাই নয় ভিন্ন স্বাদের চরিত্রে নিজের সেরাটুকু দিতে কোনও কার্পণ্য করেননি শুভশ্রী। এবার অদিতি রায়ের পরিচালনায় ফের এই সিরিজেও যে নিজেকে অন্যভাবে তুলে ধরবেন শুভশ্রী সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। সব ঠিক থাকলে পুজোয় শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং।