Entertainment

8 hours ago

Salman Khan - Donald Trump:শান্তি পুরস্কারের দাবি, অথচ অশান্তির জনক! ট্রাম্পকে কটাক্ষ করলেন সালমান

Salman Khan - Donald Trump
Salman Khan - Donald Trump

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শনিবারের 'বিগ বস' সিজন ১৯-এর 'উইকএন্ড কা ভার' পর্বটি নেটপাড়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এই পর্বে সালমান খানের কিছু মন্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে যে, তিনি শুধুমাত্র প্রতিযোগীদের উদ্দেশ্য করে কথা বলেননি, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও কটাক্ষ করেছেন। ঠিক কী ঘটেছিল সেই পর্বে?

আসলে এদিন প্রতিযোগী ফারহানাকে একহাত নেন সলমন। অভিযোগ ‘বিগ বস’র অন্দরমহলে সকলের মধ্যে তিনিই নাকি বিবাদ সৃষ্টি করছেন। আর তাঁর উসকানিমূলক কথাবার্তাই নাকি এক্ষেত্রে দায়ী। একথা জানার পরই সলমন রীতিমতো ফারহানাকে ভর্ৎসনা করেন। একইসঙ্গে সলমন বলেন, “যিনি সকলের মধ্যে শান্তি বজায় রাখেন তিনিই আসলে শান্তির দূত। সকলের মধ্যে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব বজায় রাখতে সে সাহায্য করে।” এরপরেই সলমন বলেন “আর ইনি তো সারা দুনিয়ায় সবার মধ্যে অশান্তির জাল বুনছেন। আর এসব করে এখন শান্তির পুরস্কার চাইছেন? ব্যস সলমনের সেই এই কথাতেই যেন আগুনে ঘি পড়ে। সকলে তাঁর এই কথায় মনে করেন ভাইজান বোধহয় এক ঢিলে দুই পাখি মেরেছেন। ফারহানাকে এমন কথা বলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই আসলে কটাক্ষ করেছেন। কিন্তু এমনটা কেন?

অনেকেই মনে করছেন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠাতা হিসাবে নিজেকে প্রমাণ করে নোবেল পুরস্কারের জন্য যেভাবে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প তাঁর জন্যই হয়তো এমন নাম না করেই কটাক্ষ। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। নেটিজেনদের কমেন্ট উপচে পড়েছে সেই ভিডিওর কমেন্টবক্সে। কেউ লিখেছেন, ‘ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছি।’, কেউ আবার লিখেছেন, ‘এবার সলমনের ইউএস যাওয়ার ভিসা যেন ক্যানসেল না হয়।’


You might also like!