kolkata

1 hour ago

WB assembly: মমতা বললেন, "বাংলায় পরিবর্তন চাই, সেটা বিজেপি হঠাও," উত্তপ্ত বিধানসভায়!

WB CM Mamata Banerjee
WB CM Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলার রাজনীতি উত্তপ্ত। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে একাধিক জনসভা করেছেন, যেখানে তিনি বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার কথা বলেছেন। বৃহস্পতিবার বিধানসভায় চলা তুমুল অশান্তির মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ‘পরিবর্তন’ আসলে কী, তা স্পষ্ট করে দিলেন। তিনি বলেন, “বাংলায় পরিবর্তন চাই, আর সেটা হল বিজেপি হঠাও।” মুখ্যমন্ত্রী বিজেপিকে ‘সাম্প্রদায়িক, তফসিলি বিরোধী, হিন্দু বিরোধী দল’ হিসেবে আখ্যা দেন এবং বলেন যে তাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে।

বৃহস্পতিবার বিধানসভায় বাংলা ও বাঙালি ‘হেনস্তা’ বিরোধী প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের শুরুতেই বিজেপি বিধায়করা বাধা দিতে থাকেন। এনিয়ে দফায় দফায় অধিবেশন উত্তপ্ত হয়, নজিরবিহীন অশান্তি তৈরি হয়। বিজেপির বিরোধিতায় মুখ্যমন্ত্রীও আক্রমণাত্মক কথা বলেন। কার্যত বিজেপির উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে দেন। তাঁর কথায়, “বিজেপি বাংলা বিরোধী। এরা চায় না, আমি দুটো বাংলায় কথা বলি। তাই বাধা দিচ্ছে। এরা ভোটচোর, দুর্নীতিবাজ। এভাবে বাংলায় ভোটে জেতা যাবে না। এরা সব হারবে।”মমতা আরও বলেন, ”তোমরা মানুষকে অত্যাচারের দল, লুটেরার দল। দেশে পরিবর্তন চাই। বিজেপি হঠাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হঠাও, দেশ বাঁচাও। বাংলার মানুষ এর জবাব দেবে। তোমাদের জিরো করে দেবে।”

You might also like!