Entertainment

8 hours ago

Sreema Bhattacharya:কার জন্য অপেক্ষা করছেন শ্রীমা? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা

Sreema Bhattacharya
Sreema Bhattacharya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য বিদেশে বেড়াতে গিয়ে কিছুদিন আগে আবারও তার পুরোনো পায়ে চোট পেয়েছেন। গত বছর মারাত্মক জখম থেকে সেরে ওঠার পর একই জায়গায় আঘাত পেয়েছেন তিনি। তবে এবার তিনি পায়ের ব্যথা ভুলে 'আদিত্য' নামের কাউকে খুঁজছেন। কে এই আদিত্য?

শ্রীমা ভট্টাচার্য থাইল্যান্ড থেকে ফিরে তার ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন যে তিনি এখনও তার জীবনে 'জব উই মেট' সিনেমার শাহিদ কাপুরের চরিত্র 'আদিত্য'-এর মতো একজন মানুষকে খুঁজছেন। তিনি লিখেছেন যে তার জীবনের এই যাত্রা খুব সুন্দর হলেও, তিনি একজন রোমান্টিক মানুষ এবং তার জীবনে একজন 'আদিত্য'-এর আসার অপেক্ষায় আছেন। অভিনেত্রীর এই পোস্টটি নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, বছর খানেক আগে পায়ে লিগামেন্ট ছিঁড়ে গিয়ে দীর্ঘদিন বাড়িতে বন্দি ছিলেন শ্রীমা। চিকিৎসকের পরামর্শে সেরে উঠেছিলেন। তবে সেই চোটের উপরেই ফের আঘাত পেয়েছেন অভিনেত্রী। সম্প্রতি বিদেশে বেড়াতে গিয়েছিলেন শ্রীমা। থাইল্যান্ডে বেড়াতে গিয়েই নাকি এই বিপত্তি ঘটিয়েছেন তিনি। জানা যাচ্ছে, থাইল্যান্ড বেড়াতে গিয়ে বৃষ্টির মধ্যে স্কুটি থেকে পড়ে গিয়ে ফের পায়ে চোট পান শ্রীমা। পুরনো ক্ষতের জায়গাতেই ফের চোট পান। ওই অবস্থাতেই পুরো ট্যুর শেষ করে দেশে ফিরেই চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন অভিনেত্রী। প্রথমে ব্যথার ওষুধ খেয়ে কাজ চালালেও অবস্থা রীতিমতো গুরুতর পর্যায়ে পৌঁছায় বলেই জানা গিয়েছে। এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে।

You might also like!