West Bengal

7 hours ago

SSC Exam: ৮ বছর ৯ মাস পর ফের শিক্ষক নিয়োগে বিতর্কিত এসএসসি পরীক্ষা অবশেষে শুরু হল–অংশ নিয়েছেন ৩ লক্ষের বেশি চাকরিপ্রার্থী!

SSC Exam
SSC Exam

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রায় ৯ বছর পর রবিবার রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষা। রাজ্য জুড়ে ৬৩৬টি কেন্দ্রে নির্ধারিত সময়েই শুরু হয় পরীক্ষা। পরীক্ষায় বসেছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন প্রার্থী। কমিশনের তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে প্রায়  ৩১ হাজার পরীক্ষার্থী এসেছেন ভিন্‌রাজ্য থেকে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১০ শতাংশ। 

উল্লেখযোগ্যভাবে, এই নিয়োগ প্রক্রিয়া ২০১৬ সালের সেই বিতর্কিত এসএসসি পরীক্ষারই পুনরাবৃত্তি, যা ঘিরে দীর্ঘ সময় ধরে চলেছে আইনি টানাপড়েন, অভিযোগ ও আন্দোলন। দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের প্যানেল বাতিল করে দেয়। সেই সঙ্গে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও  শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশেই আবারও এই পরীক্ষা আয়োজন করেছে কমিশন। রবিবার অর্থাৎ আজ নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। ৮ বছর ৯ মাস পরে ফের এসএসসি-র মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। 

এই পরীক্ষাকে কেন্দ্র করেও তৈরি হয়েছে একাধিক বিতর্ক। আদালতের নির্দেশে ‘দাগি’ বা টেন্টেড হিসেবে চিহ্নিত প্রার্থীদের এই পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট তাদের আর্জি খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয়, কোনও ‘দাগি’ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সেই অনুযায়ী ৩০শে সেপ্টেম্বর  ১,৮০৬ জনের একটি অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে এসএসসি।   

২০১৬ সালে এসএসসি-র পরীক্ষায় বসা এক পরীক্ষার্থী জানান, নিয়োগে দুর্নীতির কারণেই অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট)-য় নাম চলে গিয়েছিল তাঁর। এ বারও পরীক্ষায় বসেছেন তিনি। পরীক্ষায় বসার আগে ওই পরীক্ষার্থী বলেন, “২০১৬ সালে আমার যে রকম পরীক্ষা হয়েছিল, এত দিন বাদে আমি ততটা ভাল পরীক্ষা দেব, তেমন আমি আশা করছি না। কিন্তু আদালতের নির্দেশ মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ বার হয়তো স্বচ্ছতার সঙ্গে যোগ্য যাঁরা, তাঁরা সুযোগ পাবেন। আমি আশাবাদী।” বিয়ারের মুজফ্ফ‌রপুর থেকে পরীক্ষা দিতে এসেছেন মহাবীর ঝাঁ। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে তিনি বলেন, “পরীক্ষা নিয়ে দুর্নীতি সব রাজ্যেই হয়।  বাংলায় অনেক দিন পর এই পরীক্ষা হচ্ছে। আমার যে বিষয়, তাতে অনেক শূন্যপদ রয়েছে। তাই আমি এখানে আবেদন করেছি। আমরা চাই আর দুর্নীতি নয়, যোগ্যতার ভিত্তিতে যেন সকলে চাকরি পায়।”

এইবারের পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে তৎপর কমিশন ও প্রশাসন। শনিবার সকালেই সাংবাদিক সম্মেলন করেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানান, পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে সকাল ১১টা ৪৫ থেকে। তখন শুধু নিজের নামটুকুই লিখতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তর  লেখা শুরু করা যাবে দুপুর ১২টা থেকে। পরীক্ষা শেষ হবে দুপুর দেড়টায়। বিশেষ ভাবে সক্ষমেরা আধ ঘণ্টা বেশি সময় পাবেন। পরীক্ষা শেষ না-হওয়া পর্যন্ত কেউ হল থেকে বেরোতে পারবেন না। পরীক্ষার এক দিন আগেই, শনিবার বিকেলে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। নিরাপত্তা  এবং প্রশাসনিক নজরদারির বিষয়ে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলিকে। কমিশন এবং প্রশাসনের তরফে আশ্বাস, এবার পরীক্ষা স্বচ্ছ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই তাঁদের মূল লক্ষ্য।

You might also like!