kolkata

5 hours ago

AC Local Train: শিয়ালদা ডিভিশনে আরও তিনটি নতুন এসি লোকাল ট্রেন

AC Local Train
AC Local Train

 

কলকাতা, ২ সেপ্টেম্বর : শিয়ালদা ডিভিশনে চালু হতে চলেছে তিনটি নতুন এসি লোকাল ট্রেন। পাশাপাশি ব্যস্ত সময়ে যাত্রী চাপ সামলাতে নতুন ইএমইউ পরিষেবাও যুক্ত হচ্ছে । প্রথমটি শিয়ালদা–বনগাঁ–রানাঘাট রুটে চালু হবে। সেটি রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭টা ১১-এ, বনগাঁ থেকে ছাড়বে ৭টা ৫২-তে, শিয়ালদা পৌঁছবে ৯টা ৩৭-এ। সন্ধেয় আবার শিয়ালদা থেকে ছাড়বে ৬টা ১৪-এ, বনগাঁ পৌঁছবে ৮টা ০৪-ই, রানাঘাট পৌঁছবে ৮টা ৪১-এ। শিয়ালদা - কৃষ্ণনগর এসি লোকাল শিয়ালদা থেকে ছাড়বে ৯টা ৪৮-এ, কৃষ্ণনগর পৌঁছবে ১২টা ০৭-এ। কৃষ্ণনগর থেকে ছাড়বে ১টা ৩০, শিয়ালদা পৌঁছবে ৩:৪০।

এই নতুন এসি লোকাল পরিষেবার ফলে বিশেষ উপকৃত হবেন মায়াপুর-ইসকন মন্দিরগামী তীর্থযাত্রী এবং কল্যাণী এইমস হাসপাতালে যাতায়াতকারী রোগী ও তাঁদের পরিবার। কিছু দিন আগেই শিয়ালদা-রানাঘাট শাখায় চালু হয়েছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন। আর অল্প কিছুদিনের মধ্যেই আরও স্বস্তি মিলতে চলেছে শহরতলির যাত্রীদের জন্য।

You might also like!