Country

4 hours ago

Bihar Bandh: অশ্লীল মন্তব্যের প্রতিবাদে বিহার বনধ কর্মসূচি বিজেপির, প্রতিবাদ মহিলাদেরও

BJP supporters block a road and stop vehicles during ‘Bihar bandh’
BJP supporters block a road and stop vehicles during ‘Bihar bandh’

 

পাটনা, ৪ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রীর মায়ের সম্পর্কে অশালীন মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার বিহারে বনধ পালন করলো বিজেপি। পাটনা ছাড়াও গয়া, দানাপুরে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মহিলারাও রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিজেপির পাশাপাশি এনডিএ সমর্থকরাও বিক্ষোভ দেখান। কংগ্রেস ও আরজেডি-র তীব্র সমালোচনা করা হয়।

বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেছেন, "মাকে সম্মান করা ভারতের সংস্কৃতি। আমাদের দলের কেউ যদি এই ধরনের ভাষা ব্যবহার করত, আমরা কঠোর ব্যবস্থা নিতাম এবং ক্ষমা চাইতাম। বিহারের জনগণ রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে উপযুক্ত জবাব দেবে।" তিনি আরও বলেন, "কিছু দিন আগে, ইন্ডি জোটের মঞ্চ থেকে, প্রধানমন্ত্রী মোদীর প্রয়াত মাকে গালিগালাজ করা হয়েছিল। আজ, এনডিএ প্রধানমন্ত্রী মোদীর প্রয়াত মায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে পাঁচ ঘণ্টার বিহার বনধ পালন করছে। রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।"

You might also like!