Country

4 hours ago

PM Narendra Modi on Trumps reaction:ট্রাম্পের ইতিবাচক মূল্যায়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

PM Narendra Modi on Trumps reaction
PM Narendra Modi on Trumps reaction

 

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, "আমি সবসময় মোদীর বন্ধু থাকব, তিনি একজন চমৎকার প্রধানমন্ত্রী।” ট্রাম্পের এই ইতিবাচক মূল্যায়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি ও আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার প্রতিদান দিচ্ছি। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী বিস্তৃত এবং বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।"

You might also like!