Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

West Bengal

1 month ago

Mamata Banerjee:“দিল্লি চালাবে না বাংলা, নিজের পথ নিজেই খুঁজবে”—মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অসমে বাংলার বাসিন্দাদের হাতে এনআরসির নোটিস, বাংলার মাটিতে বারবার কেন্দ্রীয় সংস্থার হানা, বিজেপির আমলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত, ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বলায় পরিযায়ী শ্রমিকদের হেনস্তা—এসব ঘটনাকে এক সুতোয় গেঁথে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিলেন তিনি, “দিল্লি নয়, বাংলা চালাবে বাংলাই।” একইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের প্রসঙ্গে কড়া সুরে হুঁশিয়ারি শোনা গেল তাঁর কণ্ঠে—“দেখি কার কত সাহস, কত অত্যাচার করতে পারে?”

কয়েকমাস আগে অসম থেকে বাংলার কয়েকজনকে এনআরসি নোটিস পাঠানো হয়েছে। তাঁদের ওই রাজ্যে তলব করেছে অসম সরকার। কেন এমনটা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। পাশাপাশি ভিন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে তা নিয়েও গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের কিছু দেবে না, উলটে মেরে তাড়াবে উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে। কই আমাদের এখানে বসবাসকারী ভিন রাজ্যের বাসিন্দাদের উপর অত্যাচার করি না। ভালোবাসি। এরা নাকি আবার ডবল ইঞ্জিন সরকার।” তারপরই হুঙ্কার দিয়ে বলেন, “দেখি কার কত সাহস, কত অত্যাচার করতে পারে?” পাশাপাশি জানিয়েছেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিক ফিরে আসছেন তাদের সব রকম সাহায্য করা হবে।

যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বেশ কিছু বিষয় থাকে তা রাজ্যের নিয়ন্ত্রণাধীন। সেই বিষয়গুলিতেও বিজেপিশাসিত কেন্দ্র সরকার হস্তক্ষেপ করছে। এই অভিযোগ বারবার করেছেন মমতা। তুলে ধরেছেন কেন্দ্রীয় বঞ্চনার কথা। রাজনৈতিক মহলের মত, উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেই অস্ত্রে আরও একবার শান দিলেন মমতা।


You might also like!