kolkata

7 hours ago

Calcutta HC : এসএসসি বিতর্কে ফের মামলা, নতুন পরীক্ষার আর্জি তুলল দাগিদের একাংশ!

Calcutta High Court
Calcutta High Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফের আদালতের দ্বারস্থ হল এসএসসি বিতর্ক। শনিবার স্কুল সার্ভিস কমিশনের তরফে ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশের পরই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার দাবি জানিয়ে মামলা করলেন তাঁদের একাংশ। সোমবার কলকাতা হাই কোর্টে প্রায় সাড়ে ৩০০ জন ‘অযোগ্য’ প্রার্থী যৌথভাবে এই মামলা দায়ের করেছেন। তাঁদের মূল বক্তব্য, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর যে নতুন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, তাতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হোক। অভিযোগ, এসএসসি নিয়ম মেনে ‘দাগিদের’ তালিকা প্রকাশ করেনি। সেই যুক্তি দেখিয়েই পরীক্ষায় বসার অনুমতি চাওয়া হয়েছে। কলকাতা হাই কোর্ট ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করেছে। মঙ্গলবার বিচারপতি সৌমেন ভট্টাচার্যের এজলাসে এ বিষয়ে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে টানাপোড়েনের পর অবশেষে শনিবার সন্ধ্যায় প্রকাশিত হলো স্কুল সার্ভিস কমিশনের ‘দাগি’দের তালিকা। মোট ১,৮০৬ জন প্রার্থীর নাম রয়েছে তাতে। শাসকদল ঘনিষ্ঠ একাধিক প্রার্থীর নাম উঠে আসায় শুরু হয়েছে প্রবল বিতর্ক। সেই আবহেই ফের আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁদের একাংশ। অভিযোগ, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে তালিকা প্রকাশ করা হয়নি। কীসের ভিত্তিতে এই তালিকা তৈরি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আবার অনেকে দাবি করেছেন, তাঁরা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছেন—তবু কেন ‘অযোগ্য’-এর তালিকায় নাম এল, তা তাঁদের কাছে রহস্যই রয়ে গিয়েছে।

এসব যুক্তিতে ‘দাগি’দের একাংশ চান, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর রাজ্য সরকার নতুন করে শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা নেবে, তাতে অংশ নিতে চান তাঁরা। অন্তত সাড়ে ৩০০ চাকরিপ্রার্থী এই দাবিতে হাই কোর্টে মামলা করেন। মঙ্গলবার বিচারপতি সৌমেন ভট্টাচার্যর এজলাসে সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। 


You might also like!