Entertainment

3 hours ago

Urfi Javed: ফের হেনস্থার মুখে পড়লেন উর্ফী! সমাজের কলঙ্ক রুখতে কী বললেন অভিনেত্রী?

Urfi Javed
Urfi Javed

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উর্ফী জাভেদের ‘অশালীন’ ছবি ফাঁস করার হুমকি দেওয়া হছে নেটপ্রভাবী ও অভিনেত্রীকে। একাধিকবার ব্যতিক্রমী সাজে নজর কেড়েছেন তিনি, পাশাপাশি বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামত প্রকাশ করে আলোচনায় এসেছেন। তবে হঠাৎ কেন এমন হুমকির মুখে পড়লেন উর্ফী? 

নিজের সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমেই উর্ফী জানিয়েছেন, এক ব্যক্তি নাকি তাঁর ছবিকে বিকৃত করে সেগুলি ফাঁস করে দিতে চাইছেন। মঙ্গলবার এক ব্যক্তির অ্যাকাউন্টের ছবি ভাগ করে নিয়ে উর্ফী লেখেন, “এই লোকটি আমাকে হেনস্থা করছে। হুমকি দিচ্ছে, আমার ছবি বিকৃত করে সমাজমাধ্যমে ফাঁস করে দেবে। এমনকি, কিছু ছবি বিকৃত করে সে ফাঁস করেও দিয়েছে।” প্রযুক্তির এমন ব্যবহার দেখে অবাক উর্ফী। তিনি লেখেন, “আমি বিশ্বাস করতে পারছি না, এই লোকগুলো প্রযুক্তির সাহায্যে কী সব করছে! আমি এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করব। অন্য মহিলাদেরও বলছি, আপনারাও এমন পরিস্থিতিতে পড়লে ভয় পাবেননা। সোজা গিয়ে অভিযোগ দায়ের করবেন। আপনারা কোনও সমস্যার কারণ নয়। এই লোকগুলোই সমাজের কলঙ্ক।” 

উর্ফী এর আগেও নানা সময় প্রতিবাদের জবাব দিয়েছেন সাহসিকতার সঙ্গে। হেনস্থার বিরুদ্ধে মহিলাদের কীভাবে প্রতিবাদ করা উচিত, সে নিয়ে তিনি বারবার সরব হয়েছেন। এর আগে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোরের কাছ থেকে হেনস্থার ঘটনা নিজে খুলেও প্রকাশ করেছেন এই নেটপ্রভাবী। সমাজমাধ্যমে তিনি  লিখেছিলেন, “গতকাল আমার ও আমার পরিবারের সঙ্গে খুবই অস্বস্তিকর একটি ঘটনা ঘটে। আমি যখন ছবি তুলছি, পাশ দিয়ে একদল ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে সকলের সামনে আমাকে প্রশ্ন করে, ‘কত জনের সঙ্গে সহবাস করেছ?’ ছেলেটার বয়স ১৫-র কাছাকাছি। আমার মা ও গোটা পরিবারের সামনে ছেলেই এই প্রশ্ন করে।”

You might also like!