International

10 hours ago

Afghanistan earthquake: আফগানিস্তানে ৬.৩ মাত্রার তীব্র ভূমিকম্প, মৃত ৯; কাঁপল ভারতও

Afghanistan earthquake
Afghanistan earthquake

 

কাবুল ও নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারালেন অন্তত ২০ জন। আহত হয়েছেন কমপক্ষে ১১৫ জন। রবিবার মধ্যরাত ১২.৪৭ মিনিটে জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৬।


এর পর ভূমিকম্প পরবর্তী কম্পনে বেশ কয়েক বার কেঁপে ওঠে আফগানিস্তান। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫। এর ফলে পাকিস্তানের বেশ কিছু এলাকা, ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের জালালাবাদের কাছে নানগরহর প্রদেশে ভূমি থেকে আট কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস।

রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। ভারতে তখন রাত পৌনে ১টা। নানগরহরের জনস্বাস্থ্য দফতরের মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে ২০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ১১৫। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভূমিকম্পের তীব্রতার বাড়ির ছাদ ভেঙে অনেকের মৃত্যু হয়েছে।

You might also like!