দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এসসিও মঞ্চে ভাষণ দিতে গিয়ে নাম না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই কি কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? সোমবার সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য রাখতে গিয়ে মোদি স্মরণ করালেন পহেলগাঁও হামলার কথা। তিনি স্পষ্ট জানালেন, সংকটের মুহূর্তে যে সব দেশ ভারতের পাশে দাঁড়িয়েছিল, তাদের প্রতি কৃতজ্ঞ ভারত। এর পরেই রাজনৈতিক মহলে জোর প্রশ্ন উঠছে—তাহলে কি ভারত-পাক সংঘর্ষবিরতিকে নিজের কৃতিত্ব বলে দাবি করা ট্রাম্পকেই ইঙ্গিত করলেন মোদি?
সোমবারের ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তুলে ধরলেন পহেলগাঁও হামলা ও পাকিস্তান-পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদের প্রসঙ্গ। মোদির বক্তব্যে প্রতিধ্বনিত হলো ভারতের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস—“চার দশক ধরে সন্ত্রাসের ক্ষত বয়ে চলেছে ভারত। তার ভয়াবহতম নিদর্শন আমরা দেখেছি পহেলগাঁওয়ে। সেই সংকটকালে যেসব বন্ধু রাষ্ট্র আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।” বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই সম্মেলনেই উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আর তাঁর সামনেই সন্ত্রাস নিয়ে কড়া বার্তা ছুঁড়ে দিলেন মোদি।
তবে এখন প্রশ্ন উঠছে—‘কঠিন সময়ের বন্ধু’ বলতে কি আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই ইঙ্গিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? পহেলগাঁও হামলার পর একাধিক দেশ ভারতের পাশে দাঁড়িয়ে নিন্দা জানিয়েছিল। আমেরিকা থেকে শুরু করে পাকিস্তানঘনিষ্ঠ চিন ও ইরানও সেই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিল। কিন্তু গত চার মাসে আন্তর্জাতিক কূটনীতির ছবি আমূল বদলে গিয়েছে। হামলার প্রতিশোধে ভারত চালিয়েছে অপারেশন সিঁদুর, অথচ শেষ পর্যন্ত পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে নয়াদিল্লি। আর সেই মুহূর্ত থেকেই ট্রাম্প দাবি করতে শুরু করেন, ভারত-পাক সংঘর্ষবিরতির নেপথ্যের মূল কারিগর তিনি নিজেই। ভারতের পক্ষ থেকে এই দাবি বারবার খণ্ডন করা হয়েছে। এর পরপরই ওয়াশিংটন নয়াদিল্লির উপর ৫০ শতাংশ শুল্ক চাপায়, যার তীব্র নিন্দা জানায় চিন এবং ভারতের পাশে দাঁড়ায়। ফলে স্পষ্ট হয়, ভারতের কূটনৈতিক সমীকরণে আপাতত বন্ধু রাষ্ট্রের তালিকা থেকে সরে গিয়েছে আমেরিকা। অন্যদিকে এসসিও সম্মেলনের মঞ্চ থেকেই মোদি চিনের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দেন। ফলে বিশ্লেষকদের মতে, কঠিন সময়ের সঙ্গী হিসেবে এখন আর আমেরিকাকে মানছে না ভারত; আর সেই বার্তাই ট্রাম্পকে লক্ষ্য করে পরোক্ষভাবে পৌঁছে দিয়েছেন মোদি।
#WATCH | At the Shanghai Cooperation Council (SCO) Members Session in Tianjin, China, Prime Minister Narendra Modi says, "India has been bearing the brunt of the terrorism for the last four decades. Recently, we saw the worst side of terrorism in Pahalgam. I express my gratitude… pic.twitter.com/TU3cAf1ibc
— ANI (@ANI) September 1, 2025