Entertainment

3 months ago

Chandu Champion Box Office:প্রথম দিনেই বক্স অফিসে ভরাডুবি 'চন্দু চ্যাম্পিয়ন'! হওয়ার লড়াইয়ে কার্তিক-কবীর

Chandu Champion Box Office
Chandu Champion Box Office

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকার্তিক আরিয়ানের ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবি প্রথম থেকেই আলোচনায় ছিল। একদিকে বলিউডের রোমান্টিক হিরো কার্তিক আরিয়ানের চমকে দেওয়া লুক। অন্যদিকে বাস্তব ঘটনার চলচ্চিত্রায়ন। ছবির প্রচারে এসে চন্দু চ্য়াম্পিয়নের নানা গল্পও শুনিয়েছেন ছবির পরিচালক কবীর খান। কিন্তু দর্শকদের কি মন ভরাতে পারল এই ছবি?

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, 'চান্দু চ্যাম্পিয়ন' ওপেনিং ডে-তে 4.75 কোটি টাকা আয় করেছে ৷ যা কার্তিক আরিয়ানের ছবির কেরিয়ারে প্রথম দিনের বক্সঅফিসের হিসাব অনুযায়ী সবচেয়ে কম আয় ৷ 2015 সালে 'প্যায়ার কা পঞ্চনামা 2' এই রকমই আয় করেছিল ৷ এমনকী, গত বছর মুক্তি পাওয়া কিয়ারা আদবানি ও কার্তিক অভিনীত 'সত্যপ্রেম কী কথা' প্রথম দিন আয় করেছিল 8.25 কোটি টাকা ৷ অতিমারি করোনার পর মুক্তি পাওয়া কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া 2' প্রথম দিন আয় করেছিল 14.11 কোটি টাকা ৷ যা গ্লোবালি ঘরে তুলেছিল 265.5 কোটি টাকা ৷

অন্যদিকে, 'চান্দু চ্যাম্পিয়ন'-এর বক্সঅফিস কালেকশন নিয়ে নির্মাতাদের তরফে বলা হয়েছে, "প্রথমদিনেই দর্শকদের অফুরন্ত ভালোবাসা পেয়েছে এই ছবি ৷ বক্সঅফিসে আয় হয়েছে 5.4 কোটি টাকা ৷ একটি ছবির জন্য খুব ভালো শুরু ৷ তবে সকলের মুখে মুখে যেভাবে ছবির প্রশংসা ছড়িয়ে পড়ছে, আশা করা যায় সপ্তাহান্তে বক্সঅফিস কালেকশন আরও ভালো হবে ৷"

জানা গিয়েছে, 'চান্দু চ্যাম্পিয়ন' 16.84 শতাংশ আয় করেছে ৷ যদিও শুক্রবার টিকিটের মূল্য রাখা হয়েছিল 150 টাকা ৷ মুম্বইতে এই ছবি শো পেয়েছে 723টি, যেখান থেকে আয় হয়েছে 19.50 শতাংশ ৷ অন্যদিকে, দিল্লি ও এনসিআর-এ 'চান্দু চ্যাম্পিয়ন' শো পেয়েছে 870টি ৷ এখান থেকে বক্সঅফিসে আয় হয়েছে 19.50 শতাংশ ৷

উল্লেখ্য, 'চান্দু চ্যাম্পিয়ন' ছবির হাত ধরে পরিচালক হিসাবে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল কবীর খানের ৷ এর আগে, 'বজরঙ্গী ভাইজান', 'এক থা টাইগার' ব্লকব্লাস্টার হিট হলেও 'টিউবলাইট' ও '83' মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে ৷ এখন দেখার 'চান্দু চ্যাম্পিয়ন' বক্সঅফিস দখলের লড়াইয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না ৷


You might also like!