Entertainment

5 months ago

Pushpa 2 : ধুলোয় মিশবে বলিউড! মুক্তির আগেই ভাইরাল 'পুষ্পা ২' -এর অ্যাকশন দৃশ্য

Pushpa 2
Pushpa 2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন শিরোনামে ছিল তেলেগু ক্রাইম অ্যাকশন থ্রিলারধর্মী ছবি 'পুষ্পা দ্য রাইজ' (Pushpa: The Rise)। দক্ষিণ ভারত তো বটেই, এছাড়াও প্রায় গোটা দেশেই ঝোড়ো ব্যাটিং করেছে এছবি। এমনকী পশ্চিমবঙ্গেও চুটিয়ে ব্যবসা করে, সুপার-ডুপার হিট 'পুষ্পা'। ছবির গানগুলিও যথেষ্ট হিট। আর সেই ট্রেন্ডিং গানে গা ভাসিয়েছেন আট থেকে আশি, টলি থেকে বলি তারকা ও নেটিজেনরা।প্রথমে ১৫ অগাস্ট ছবি মুক্তির দিন ঠিক করা হলেও, আরেকটু সময় চেয়ে নেন নির্মাতারা। আরও চার মাস পিছিয়ে গিয়েছে মুক্তির তারিখ । চলতি বছর ৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমা । অনেক দিন ধরেই আঁটসাঁট নিরাপত্তায় চলছে ছবির শ্যুটিং। শ্যুটিং প্রায় শেষ বলেই জানা যাচ্ছে। ট্রেলার মুক্তির আগে ছবির একটি দৃশ্যও যেন সামনে না আসে, সেই চেষ্টাতেই ছিলেন সকলে। কিন্তু কে শোনে কার কথা?

সম্প্রতি ‘পুষ্পা টু’এর একটিই দৃশ্য ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে দেখা যায়। সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, এই ঘটনা শোনা মাত্রই রাগে ফেটে পড়েছেন আল্লু। শুধু তাই নয় পুরো টিমের উপর উগরে দিয়েছেন ক্ষোভ।

আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল' ২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবি গুলির মধ্যে একটি। ৮ এপ্রিল, আল্লু অর্জুনের জন্মদিনের দিনেই সামনে এসেছিল ‘পুষ্পা ২’ এর টিজার। সেই প্রথম ঝলক দেখার পর থেকেই দর্শকদের কৌতূহল বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ। তাই এই এক কুচি ভিডিয়ো ভাইরাল হতেই, ঝড়ের গতিতে তা ছড়িয়েও পড়ছে।

You might also like!