Country

17 hours ago

Problems in Apple Farming: বর্ষা বিদায় নিয়েছে, তবে দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে আপেল চাষিরা

Problems in Apple Farming
Problems in Apple Farming

 

শিমলা, ২৮ সেপ্টেম্বর : হিমাচল প্রদেশ থেকে এই বছরের মতো বিদায় নিয়েছে বর্ষা। তবে, ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে আপেল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। আবার পরিবহন ব্যাহত হওয়ায় কৃষকদের লাভের পরিবর্তে ক্ষতি হয়েছে দ্বিগুণ। অনিল দেশতা নামে এক আপেল চাষি বলেছেন, এবার আবহাওয়ার জন্য আপেলের ফসলের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, রাস্তার অবস্থার অবনতির কারণে অনেক আপেল বাজারে দেরিতে পৌঁছেছে, আপেলের ভবিষ্যৎ অন্ধকার বলে মনে হচ্ছে। সরকারও এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে তাঁর অভিযোগ।

শনিবারই হিমাচল প্রদেশ থেকে বর্ষা সম্পূর্ণরূপে বিদায় নিয়েছে। এই বর্ষায় হিমাচলে ১,০২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৪০ শতাংশ বেশি। এছাড়াও, এই বর্ষায় বৃষ্টিপাত ১৯৯৫ সালের পর সর্বোচ্চ, সেবার ১,০২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। হিমাচলে এবারের বর্ষায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির সংখ্যাও অনেক।

You might also like!