Country

3 hours ago

Manish Sisodia:'শিক্ষা কি ক্রান্তি' জয়ী হবে, আত্মবিশ্বাস সিসোদিয়ার

Manish Sisodia
Manish Sisodia

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। এএপি নেতা ও জংপুরা আসনের প্রার্থী মনীশ সিসোদিয়া বুধবার সকালে নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লেডি আরউইন সিনিয়র সেকেন্ডারি স্কুলের একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সীমা সিসোদিয়াও।

ভোট দেওয়ার পর মনীশ সিসোদিয়া বলেছেন, "আমি আমার পরিবারের সঙ্গে ভোট দিয়েছি, দিল্লির জনগণের জন্য একটি ভাল জীবনের জন্য। আমি দিল্লির জনগণকে তাদের সন্তানদের গুণমানসম্পন্ন শিক্ষা, সুস্বাস্থ্য, দিল্লিতে জল এবং বিদ্যুতের জন্য ভোট দেওয়ার জন্য আবেদন করছি। আমরা আশা করি 'শিক্ষা কি ক্রান্তি' জয়ী হবে।"

You might also like!