নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : দিল্লিতে বিজেপির জয় নিয়ে ফের আশাপ্রকাশ করলেন দিল্লির বিজেপির রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেবা। বুধবার ভোট দেওয়ার পর বীরেন্দ্র বলেছেন, দিল্লিতে তৈরি হবে ডাবল ইঞ্জিন সরকার। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং তাঁর স্ত্রী পটপরগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীনে ময়ুর বিহার ফেজ ১-এর একটি ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোট দেওয়ার পর বীরেন্দ্র বলেছেন, "দিল্লিতে তৈরি হবে ডাবল ইঞ্জিন সরকার। দিল্লির জনগণ একটি বিকশিত দিল্লির জন্য ভোট দিতে যাচ্ছেন। দিল্লিতে নিজের পরাজয় মেনে নিয়ে গুণ্ডামি করছেন অরবিন্দ কেজরিওয়াল। গতকাল মুখ্যমন্ত্রী অতিশীর সহযোগী ৫ লক্ষ টাকা-সহ ধরা পড়েছে এবং যে ড্রাইভার তাঁর সঙ্গে ধরা হয়েছিল সে দিল্লি সরকারের শিক্ষা বিভাগে কাজ করছে।"