দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সব অংশের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরা সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাখপতি দিদি বানানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। উদয়পুর কেবিআই স্কুল মাঠে গোমতী জেলাভিত্তিক দ্বিতীয় সরস মেলার উদ্বোধন করে একথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
অর্থমন্ত্রী জানান, ত্রিপুরায় ২ লক্ষ দিদিকে লাখপতি বানানোর জন্য রাজ্য সরকার কাজ করছে। রাজ্যে বর্তমানে প্রায় আশি হাজার দিদি লাখপতি হয়ে গেছেন। তাছাড়া তিনি জানান, বর্তমানে ৫২ হাজার ৩৫৫টি স্বসহায়ক দল রয়েছে ত্রিপুরায়। এতে ৪ লক্ষ ৭৩ হাজার ১৮২ জন মহিলা যুক্ত রয়েছেন। সারা রাজ্যে ১৪১টি ক্লাস্টার রয়েছে। এই ক্লাস্টারগুলিকে ব্যাংকগুলির মাধ্যমে ১,৪০৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। একটা গ্রুপকে স্বল্প সুদে সর্বোচ্চ কুড়ি লক্ষ টাকা ঋণ দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিধায়ক জিতেন্দ্র মজুমদার, মাতাবাড়ি, কাঁকড়াবন এবং টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যথাক্রমে শিল্পী দাস, সুপ্রিয়া সাহা এবং ঝর্ণা রাণী দাস, কিল্লা ব্লকের বিএসি চেয়ারম্যান বাগানহরি মলসম, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ।