Country

5 hours ago

Hardeep Puri demands by voting:যমুনা নদীকে সম্পূর্ণ স্বচ্ছ করবে বিজেপি, ভোট দিয়ে দাবি হরদীপ পুরীর

Hardeep Puri demands by voting
Hardeep Puri demands by voting

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : যমুনা নদীকে সম্পূর্ণ স্বচ্ছ করবে বিজেপি। বুধবার ভোট দেওয়ার পর এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা হরদীপ সিং পুরী। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও তাঁর স্ত্রী লক্ষ্মী পুরী বুধবার সকালে শান্তিনিকেতনের মাউন্ট কারমেল স্কুলের ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।ভোট দেওয়ার পর পুরী বলেছেন, "মূল বার্তা হল, আমি দিল্লির সমস্ত নাগরিকদের, ভোটারদের বলতে চাই, এটি আমাদের জন্য একটি সুযোগ নয়, এটি আমাদের দায়িত্ব ও সুযোগ যে দিল্লিকে পুনরুদ্ধার করা, যা গত কয়েক বছরে 'আপদা'-র দ্বারা ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ, এটি কেবল একটি সাধারণ নির্বাচন নয়, এই ভোটের খুব বিশেষ গুরুত্ব রয়েছে এবং আমি পূর্ণ আত্মবিশ্বাসী যে ভোটারদের উপস্থিতি ভাল হবে।"

হরদীপ সিং পুরী আরও বলেছেন, "তাঁরা (এএপি) দিল্লিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত-এর মতো স্কিমগুলি বাস্তবায়নের অনুমতি দেয়নি। আমরা যমুনা নদী পরিষ্কার করব এবং ১০০ শতাংশ আমরাই জিতব।"

You might also like!