কলকাতা, ৫ ফেব্রুয়ারি : ঝালাইয়ের কাজ চলাকালীন আগুন লাগল কলকাতা বিমানবন্দরে, তবে অল্প সময়ের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বুধবার সকালে ঝালাইয়ের কাজ চলাকালীন কলকাতা বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায়। বেশ কিছুটা অংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলকে। তবে দমকলের ইঞ্জিন আসার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন বিমানবন্দরের কর্মীরা। বুধবার সকালে ঝালাইয়ের কাজ চলাকালীন আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে ফ্লেক্স। বিমানবন্দর সূত্রে খবর, আবর্জনা ফেলার জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল। তবে, অল্প সময়েই সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।