Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Entertainment

5 months ago

Shah Rukh Khan: ৭৬তম সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকাকে অভিবাদন জানিয়ে বিশেষ বার্তা বলিতারকা শাহরুখ খানের!

Shah Rukh Khan
Shah Rukh Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ৭৬তম সাধারণতন্ত্র দিবসে বলিউডের সুপারস্টার শাহরুখ খান বিশেষ অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হলেন। সোশ্যাল মিডিয়ায় দিলেন ভারতবাসীর উদ্দেশ্যে জোরালো বার্তা। এদিন অবশ্য বলিউডের বহু তারকা তাঁদের ফিডে বিশেষ বার্তা শেয়ার করেছেন তাঁদের অনুরাগীদের উদ্দেশ্যে। বাদশাহও ভাগ করে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে, ভারতের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে সেলাম জানাচ্ছেন শাহরুখ। পরনে তাঁর সাদা শার্ট ও চোখে কালো রোদ চশমা। 

তিনি সকলকে এমন একটি ভারত গড়ে তোলার, শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যা গর্বের সাথে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারি। সরাসরি দেশের কোনও বিষয় নিয়ে মুখ না খুললেও ছবির মাধ্যমে নিজের মতামত তুলে ধরেন বাদশাহ। ২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জওয়ান’-এ শাহরুখের বিশেষ ‘মোনোলগ’ ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।  সেখানে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে স্পষ্ট মত রেখেছিলেন শাহরুখ। তবে বাস্তব বা ছবির পর্দা যেকোনো জায়গায় তাঁর মন্তব্য অনুরাগীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই গতকালের এই বিশেষ পোস্টও মুহূর্তের মধ্যে ভাইরাল। 

বলিতারকা তাঁর সমাজ মাধ্যমে লিখেছেন, “এই সাধারণতন্ত্র দিবসে, চলুন সকলে একটা প্রতিজ্ঞা করি। পরবর্তী প্রজন্মের জন্য যাতে গর্বের সঙ্গে একটা দেশ রেখে যেতে পারি, সেই প্রতিজ্ঞাই নিজেরা করি। চলুন, সকলে মিলে সংবিধানের মূল্যবোধকে বাঁচিয়ে রাখি এবং গর্বের সঙ্গে মাথা উঁচু করে রাখি। সকলকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ!” তাঁর এইরূপ বার্তা অনুরাগী মহলে বেশ দৃষ্টি আকর্ষণ করেছে তা বলাই যায়। ইতিমধ্যে বহু অনুরাগী তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন। এছাড়াও বলিউডের একঝাঁক তারকা যেমন,  প্রিয়ঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, আলিয়া ভট্ট, অক্ষয় কুমার, ক্যাটরিনা কইফ, জাহ্নবী কপূর, কর্ণ জোহর,সিদ্ধার্থ মলহোত্র, ভিকি কৌশল, পরিণীতি চোপড়া, অজয় দেবগম, কিয়ারা আডবাণী, অর্জুন কপূর-সহ আরও অনেকেই ৭৬তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সমগ্র ভারতবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন। 

৭৬তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে, সরকার মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কার ঘোষণা করেছে। প্রয়াত সংগীতশিল্পী শারদা সিনহা এবং পঙ্কজ উধাস, তামিল অভিনেতা অজিথ কুমার, প্রবীণ চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর, এবং গায়ক অরিজিৎ সিং ২০২৫ সালের জন্য ১৩৯ জন পুরষ্কার প্রাপকদের মধ্যে রয়েছেন।  


You might also like!