West Bengal

13 hours ago

Darjeeling Mail: যান্ত্রিক ত্রুটিতে থমকে গেল দার্জিলিং মেল, ২০ মিনিটেই স্বাভাবিক পরিষেবা

Darjeeling Mail
Darjeeling Mail

 

কলকাতা, ২৭ জানুয়ারি : যান্ত্রিক ত্রুটির কারণে থমকে গেল শিয়ালদহগামী দার্জিলিং মেল। তবে, সেই ত্রুটি মেরামত হয়েছে অল্প সময়েই। রেলের তৎপরতায় মাত্র ২০ মিনিট পর আবার স্বাভাবিক হয় পরিস্থিতি। রেল সূত্রে খবর, রবিবার সাড়ে ৮টা নাগাদ আলুয়াবাড়ি স্টেশন থেকে বেশ কিছুটা দার্জিলিং মেলের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে দাঁড়িয়ে পড়ে ট্রেন।

আলুয়াবাড়ি স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে আচমকা দার্জিলিং মেলের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর পর ট্রেনটিকে আলুয়াবাড়ি স্টেশনে ফেরত নিয়ে যাওয়া হয়। দুঘর্টনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় সমস্ত লেভেল ক্রসিং। রেল সূত্রে খবর, প্রেশার পাইপ ফেটে যাওয়ার কারণে বিপত্তি। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি (এনজেপি) এবং কিষাণগঞ্জের স্টেশন ম্যানেজারদের। সাময়িক ভাবে ব্যাহত হয় ওই রুটের বাকি ট্রেনগুলির পরিষেবাও।

You might also like!