Country

3 hours ago

Alka Lamba: দিল্লিবাসী পরিবর্তন ও উন্নয়ন চায়, মন্তব্য অলকা লাম্বার

Alka Lamba
Alka Lamba

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : সকাল সকাল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন দিল্লির কালকাজি বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা। বুধবার সকালে কালকাজি বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা মাদিপুরের একটি ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট দেওয়ার পর অলকা লাম্বা বলেছেন, "দিল্লির জনতা উদগ্রীব, কারণ তাঁরা পরিবর্তন ও উন্নয়ন চায়। এখন কেউ এই পরিবর্তনকে থামাতে পারবে না। জনতা দেখেছে কিভাবে দিল্লিকে গত ১০ বছরে পিছিয়ে রাখা হয়েছে। আমি আশা করি দিল্লির ভোটাররা নিজেদের বাড়ি থেকে বেরিয়ে আসবেন এবং পরিবর্তন আনবেন।"উল্লেখ্য, কালকাজি কেন্দ্রে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনার বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়ছেন প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি। সেখানে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন এএপি বিধায়ক তথা বর্তমানে মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী অলকা লাম্বা।

You might also like!