Country

5 days ago

Sanjay Raut: বুথ ফেরত সমীক্ষা মানছেন না রাউত, বললেন চূড়ান্ত ফল আসবে ৮ ফেব্রুয়ারি

Sanjay Raut
Sanjay Raut

 

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। তাঁর মতে, চূড়ান্ত ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, বুথ ফেরত সমীক্ষা আসবে ও যাবে। আমরা মহারাষ্ট্র এবং হরিয়ানাও বুথ ফেরত সমীক্ষা দেখেছি, মনে হয়েছিল আমরাই সরকার গঠন করবো। ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

সাংবাদিক সম্মেলনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল আসবে।বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল মহারাষ্ট্ৰে এমভিএ এবং হরিয়ানায় কংগ্রেস জিতবে, আমরা নিশ্চিত দিল্লিতে বিজেপি জিততে পারবে না এবং আম আদমি পার্টি ক্ষমতায় আসবে।" উল্লেখ্য, অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা আভাস দিয়েছে, দিল্লিতে এবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এবং হারবে আম আদমি পার্টি।

You might also like!