কলকাতা, ১১ ফেব্রুয়ারি : মঙ্গলবার সকাল সকাল ইডেন গার্ডেনে হরিয়ানার বিপক্ষে রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে সেঞ্চুরি করলেন। রাহানে ১৬০ বলে সেঞ্চুরি করলেন , যার ফলে মুম্বই হরিয়ানার বিপক্ষে তাদের লিড ৩০০ পেরিয়ে যায়। তাঁর সেঞ্চুরিতে ছিল ১০টি বাউন্ডারি। টুর্নামেন্টের এই সংস্করণে রাহানের এটি প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরি করার পর রাহানে অনুজ ঠাকরালের গুড লেন্থ ডেলিভারিতে ১০৮ রান করে আউট হয়েছেন।