Country

1 week ago

NIA Raid In J&Ks In Terror Funding: সন্ত্রাসবাদী তহবিল মামলায় জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় এনআইএ–র অভিযান

NATIONAL INVESTIGATION AGENCY
NATIONAL INVESTIGATION AGENCY

 

অনন্তনাগ, ১২ ডিসেম্বর : সন্ত্রাসবাদী তহবিল মামলায় বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। জানা গেছে, এখনও অভিযান চলছে।

জানা গেছে, জম্মু ও কাশ্মীরের বারামুল্লা, রিয়াসি, বদগাম এবং অনন্তনাগ জেলা-সহ আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় এনআইএ। উল্লেখ্য, সন্ত্রাসবাদী তহবিল মামলায় জম্মু ও কাশ্মীর-সহ ৪টি রাজ্যের ১৯ জায়গায় এদিন অভিযান চালায় এনআইএ। অভিযান জারি আছে বলে জানা গেছে।

You might also like!