Game

1 week ago

Lionel Messi: ইয়ামালকে ফুটবলের ভবিষ্যৎ মনে করেন মেসি

Lionel Messi
Lionel Messi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যুগের পর কে ফুটবল দুনিয়া শাসন করবেন এ নিয়ে ফুটবল বোদ্ধাদের মধ্যে নানারকম বিতর্ক আছে। তবে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি  জানালেন, ভবিষ্যতে ফুটবলবিশ্ব শাসন করবেন স্পেনের বিস্ময়বালক লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়সী ইয়ামালের মাঝে এখনই মেসির ছায়া দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা।

ছোটবেলাতেই মেসির ছোঁয়া পেয়েছিলেন ইয়ামাল। যে ক্লাবে মেসি দুই দশক খেলেছেন সেই বার্সেলোনাতেই ইয়ামাল এখন খেলছেন। তিনি এখন বার্সেলোনার বড় তারকা l খেলার ধরন ও ম্যাচে প্রভাবের কারণেই তাঁর সঙ্গে মেসির তুলনা করা হচ্ছে। এবার সেই মেসি নিজেই তাঁকে বড় সার্টিফিকেট দিলেন।

You might also like!