দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ট্রেনের টিকিট কাটার জন্য আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। এবার থেকে রেল স্টেশনে গিয়ে যাত্রীরা নিজেরাই সহজে টিকিট কাটতে পারবেন। ভারতীয় রেলের পক্ষ থেকে স্টেশনগুলিতে চালু করা হয়েছে কিউ আর কোড পরিষেবা। মালদা টাউন স্টেশন-সহ মালদা রেল ডিভিশনের একাধিক স্টেশনে ইতিমধ্যেই এই ব্যবস্থা কার্যকর হয়েছে।স্টেশনের টিকিট কাউন্টারের কাছে একটি কিউ আর কোড লাগানো থাকবে, যা স্ক্যান করলেই যাত্রীরা রেলের অ্যাপের মাধ্যমে নিজেদের টিকিট কাটতে পারবেন। ডিজিটাল পেমেন্ট মাধ্যমের সাহায্যে অনলাইনে টিকিটের দাম মেটানো যাবে। ইউ টি এস অ্যাপ ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত তিন শতাংশ বোনাসও দেওয়ার কথা জানিয়েছে রেল।মালদা রেল ডিভিশনের সিনিয়র ডিসিএম সুদীপ ভট্টাচার্য জানিয়েছেন, এই পরিষেবা সাধারণ কামরার যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। যাত্রীরা স্টেশনে গিয়ে কিউ আর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট স্টেশনের নাম প্রদর্শিত হবে এবং যেকোনও গন্তব্যের টিকিট অনায়াসেই কাটা যাবে।
এই উদ্যোগের ফলে যাত্রীদের দীর্ঘ লাইন থেকে মুক্তি মিলবে। বিশেষত, ট্রেনের সময় হয়ে গেলেও টিকিট কাটার জন্য অপেক্ষা করতে হবে না। যাত্রীরা নিজেদের স্মার্টফোনের মাধ্যমে সহজেই টিকিট কেটে সময় বাঁচাতে পারবেন।