Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 hours ago

Delhi Terror Attack: ডিএনএ টেস্ট মিলে গেল উমরের, ৪টি শহরে ছিল বিস্ফোরণের পরিকল্পনা

DNA test confirms Red Fort blast suspect as Dr Umar Un Nabi
DNA test confirms Red Fort blast suspect as Dr Umar Un Nabi

 

নয়াদিল্লি, ১৩ নভেম্বর : ডিএনএ টেস্ট মিলে গেল ডঃ উমর উন নবীর। দিল্লি পুলিশ জানিয়েছে, ডিএনএ পরীক্ষায় এটা নিশ্চিত হয়েছে যে, লালকেল্লার কাছে যে বিস্ফোরণ ঘটিয়েছিল সে হল ডঃ উমর উন নবী। বিস্ফোরণের পর তার পা স্টিয়ারিং হুইল এবং অ্যাক্সিলারেটরের মাঝখানে আটকে যায়। তার ডিএনএ নমুনা তার মায়ের সঙ্গে মিলে যায়। এদিকে, দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২। পুলিশ জানিয়েছে, মোট ২১টি বায়োলজিক্যাল নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ৪টি শহরে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা ছিল ডাক্তার মডিউলের। ৮ জন সন্দেহভাজন চারটি স্থানে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। তারা দু'টি করে দলে চারটি শহরে যাওয়ার পরিকল্পনা করেছিল। প্রতিটি দলের সঙ্গে একাধিক আইইডি বহন করার কথা ছিল।

You might also like!