Country

2 days ago

Rajasthan: ১৩৭ ঘণ্টা পার, ৭০০ ফুট গভীর কুয়োয় আটকেই রয়েছে ছোট্ট চেতনা

Rajasthan
Rajasthan

 

জয়পুর, ২৯ ডিসেম্বর : ১৩৭ ঘণ্টা পার। সময় ক্রমশ পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনও উদ্ধার করা গেল না রাজস্থানের বছর তিনেকের শিশু চেতনাকে। শিশুটির নড়াচড়াও বন্ধ হয়ে গিয়েছে। ফলে আশঙ্কা আরও বাড়ছে।জানা গেছে, কুয়োর প্রায় ১৭০ ফুট গভীরে আটকে রয়েছে শিশুটি। উদ্ধারকারী দল ২০ ফুট দূরে কুয়োর সমান্তরালে ১৭০ ফুট গভীর সুড়ঙ্গ খোঁড়ার কাজ করছেন। ইংরেজির ‘এল’ আকৃতির সেই সুড়ঙ্গ পাইলিং মেশিনের সাহায্যে বানানো হচ্ছে। কিন্তু নীচে শক্ত পাথরের কারণে খনন ক্রমাগত বিলম্বিত হচ্ছে। জানা যাচ্ছে, ১৭০ ফুট গভীর সুড়ঙ্গে নামার পর আড়াআড়ি ভাবে আরও ১০-১১ ফুট গর্ত খুঁড়তে হবে। তারপরই শিশুটির কাছে পৌঁছনো যাবে। গত ২২ ঘণ্টায় মাত্র ৪ ফুট খনন করা হয়েছে, এখনও প্রায় ৭ ফুট খননকাজ বাকি রয়েছে।উল্লেখ্য, গত সোমবার খেলতে খেলতে ৭০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় রাজস্থানের কোটপুতলির চেতনা। তার পর থেকে তাকে উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, র‌্যাট হোল খননকারী এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে উদ্ধারের কাজ শুরু হয়েছে। কিন্তু ৭ দিন হয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি শিশুটি।

এদিকে, চেতনার মামা শুভরাম অভিযোগ করেছেন যে, আধিকারিকরা কিছু উত্তর দিচ্ছেন না। তিনি বলেন, যখনই কেউ কিছু জিজ্ঞেস করেন, তাঁরা বলছেন কালেক্টর ম্যাডাম এই বিষয়ে জানাবেন। কিন্তু তিনি এখনও পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করতে আসেননি।

You might also like!