Cooking

9 months ago

Winter Morning Breakfast: শীতের সকালে বানিয়ে ফেলুন ৩ চটজলদি জলখাবার! কি কি?

Family Breakfast on winter evening (File Picture)
Family Breakfast on winter evening (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানানো একটা কঠিন কাজ। তবে বাচ্চাদের জন্য ও কারোর অফিস থাকলে সেক্ষেত্রেতো কিছু একটা বানিয়ে দিতেই হবে আপনাকে। তাই এমন কিছু জল খাবার বানান যাতে ঘুম থেকে দেরি করে উঠলেও, জল খাবার ব্রেকফাস্ট টেবিলে সারভ করতে দেরি হবে না আপনার। তাই শীতের সকালে ব্রেকফাস্টে রাখুনঃ

পোহা

শীতের সকালে বানিয়ে নিতে পারেন গরম গরম পোহা। স্বাদ এবং স্বাস্থ্যের খেয়াল রাখতে পোহার জুড়ি মেলা ভার। চিঁড়ে এমনিতেই দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখে। ফলে ঘন ঘন খিদেও পায় না। আবার তাড়াতাড়ি হয়েও যায়। গাজর, বিন্‌স, কারি পাতা, টোম্যোটো, মটরশুঁটি দিয়ে পোহা রাঁধলে সে স্বাদ লেগে থাকবে মুখে।

আলুর পরোটা

শীতকালের সকালেই উঠেই যদি জলখাবারে থাকে আলুর পরোটা, তা হলে দিনটাই যেন বদলে যায়। আলুর পরোটা বানানো খুবই সহজ। আলুর পুর বানিয়ে ময়দার সঙ্গে মেখে নিলেই অর্ধেকের বেশি কাজ হয়ে গেল। তার পর গোল করে বেলে অল্প তেলে ভেজে নিলেই তৈরি সুস্বাদু পরোটা। আলুর পরোটার সঙ্গে টক দইয়ের যুগলবন্দি কিন্তু সত্যিই লা জবাব!

বেসন চিলা

ভিন্ রাজ্যের খাবার হলেও বাঙালির হেঁশেলে ইদানীং চিলার জনপ্রিয়তা বেড়েছে। অনেকে এই খাবারটিকে বেসনের প্যানকেকও বলে থাকেন। পেঁয়াজকুচি, টোম্যাটো কুচি, বিভিন্ন রঙের বেল পেপার কুচি করে বেসনের সঙ্গে মিশিয়ে নিন। চাইলে এই মিশ্রণে একটা ডিম ভেঙে দিন। স্বাদ হবে। হালকা তেলে ভেজে নিলেই তৈরি চিলা। কম সময়ে এমন সুস্বাদু খাবার রাঁধার সুযোগ থাকলে চিন্তা থাকার কথা নয়।

You might also like!