Cooking

1 year ago

Prawns in Mustard Recipe:পয়লা বৈশাখের ভুরিভোজ জমে উঠুক সর্ষে চিংড়ির সঙ্গে! রইল সহজ রেসিপি

Prawns in Mustard
Prawns in Mustard

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পেটপুজো ছাড়া বাঙালির কোনও উৎসবই জমে না। আর কয়েক দিন পরেই পয়লা বৈশাখ, বাংলার নতুন বছর শুরু। পয়লা বৈশাখ মানেই ভুরিভোজ। এ দিন বাঙালীর ঘরে ঘরে বিশেষ খানাপিনার আয়োজন হয়। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সকলে একত্রিত হয়ে চলে জমিয়ে আড্ডা আর ভোজ পর্ব। আর নববর্ষের মেনুতে চিংড়ি থাকবে না, তা আবার হয় নাকি! বছরের প্রথম দিনে এবার জমিয়ে খান সর্ষে চিংড়ি। দেখে নিন কী ভাবে বানাবেন।

সর্ষে চিংড়ির উপকরণ - মাঝারি সাইজের ৫০০ গ্রাম চিংড়ি মাছ, ৪ টেবিল চামচ গোটা সর্ষে, পরিমাণমতো সর্ষে তেল, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, আন্দাজ মতো হলুদ গুঁড়ো

পদ্ধতি - প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। নুন, হলুদ মাখিয়ে রাখবেন মাছগুলোয়। মিক্সিতে সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে পেস্ট করে নিন। স্মুথ পেস্ট তৈরি করবেন। কড়াইতে সর্ষে তেল গরম করে চিংড়িগুলো হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই সর্ষে-লঙ্কা পেস্ট দিয়ে নাড়াচাড়া করুন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিন। কাঁচা লঙ্কা চেরা দেবেন। দেড় থেকে দুই মিনিট মশলা কষানোর পর তেল ছাড়তে শুরু করবে। এবার দেড় কাপ মতো জল দিয়ে মিশিয়ে নিন। গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা চিংড়িগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। আরও দুই-তিন মিনিট কম আঁচে রান্না করুন। গ্রেভি ঘন হয়ে এলে ওপর থেকে সামান্য সর্ষে তেল ছড়িয়ে দিন। একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। গরমাগরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সর্ষে চিংড়ি।


You might also like!