Cooking

1 year ago

Doi Potol Recipe: গরমে কিছু মজাদার খেতে চান? বানিয়ে ফেলুন নিরামিষ রান্না 'দই-পটল'

Doi Potol (File Picture)
Doi Potol (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই তীব্র গরমে শরীর ঠান্ডা রাখার প্রধান সবজি 'পটল'। আর দই, বিশেষকরে টকদই শরীরের উষ্ণতার ভারসাম্য সম্পূর্ণ রক্ষা করে। তাই গরমের আদর্শ রেসিপি হলো 'দই-পটল'। একদম সহজ পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নাওয়া যায়। 


  উপকরণ -


 * পটল – পাঁচ ছ'টা।

* দই –  ১০০ গ্রাম 

* এ ছাড়া সাদা তেল,ধনে, জিরে ও গোলমরিচ গুঁড়ো ১ চামচ করে।

* গরম মশলা গুঁড়ো – ১ টেবিল চামচ।

*  আদা বাটা –  ১ চামচ।

 * নুন, চিনি – স্বাদ মতো।

  * আর লাগবে হলুদ,লবঙ্গ – ২ টো,এলাচ – ১ টা,দারচিনি – একখন্ড,তেজপাতা – একটা, ঘি – ১ চামচ,গোটা জিরে ফোড়নের জন্য।


  প্রণালী -

প্রথম পর্ব - দই পটল রান্নার জন্য প্রথমে পটলের পুরো খোলা ছাড়িয়ে দু দিক চিরে নিয়ে নুন, হলুদ মাখিয়ে হাল্কা ভেজে তুলে নিতে হবে। এরপর একটি পাত্রে গুঁড়ো ও বাটা মশলা গুলি জলে ভিজিয়ে রাখতে হবে, আর দই ফেটিয়ে রাখতে হবে।

 দ্বিতীয় পর্ব - এবার পটল ভাজা তেলে গোটা জিরে, তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিয়ে অল্প চিনি দিয়ে দাও। এরপর গরম মশলার গন্ধ বেরলে আগে থেকে ভিজিয়ে রাখা মশলা, নুন দিয়ে কষাতে হবে।

 তৃতীয় পর্ব - মশলা তেল ছাড়লে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে পটল দিয়ে নেড়ে ঢাকা দিতে হবে। এখানে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে পারো গন্ধ ভালো হয়। 

চতুর্থ পর্ব - পটল সেদ্ধ হয়ে এলে ফেটিয়ে রাখা দই দিয়ে আরো ৫ মিনিট রান্না করতে হবে। এরপর উপর থেকে ঘি ও গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করো কিছুক্ষণ রেখে দাও। তাহলেই পরিবেশনের জন্য তৈরি দই পটল।

You might also like!