Business

1 year ago

টাকার জামানা শেষ হতে চলেছে! টাকাকে রিপ্লেস করতে নয়া উদ্যোগ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

RBI launches pilot project of Digital Rupee
RBI launches pilot project of Digital Rupee

 

মুম্বই, ১ নভেম্বর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) মঙ্গলবার পাইকারী ক্ষেত্রের জন্য পরীক্ষামূলকভাবে ডিজিটাল মুদ্রা চালু করেছে। সরকারি বন্ডের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেট লেনদেনে এই মুদ্রা ব্যবহৃত হবে। অর্থাত্ সাধারণভাবে শেয়ার বা বন্ড কেনাবেচা যেভাবে হয়, ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে তা হবে না।

সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি অথবা ডিজিটাল মুদ্রা মঙ্গলবার পরীক্ষামূলকভাবে পাইকারী ক্ষেত্রে জন্য শুরু হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ডিজিটাল মুদ্রা সরকারি সিকিউরিটিগুলিতে সেকেন্ডারি মার্কেট লেনদেনের নিষ্পত্তির জন্য ব্যবহার করা হবে। এতে বলা হয়েছে যে, ই-মুদ্রার ব্যবহার আন্তঃব্যাঙ্ক বাজারকে আরও দক্ষ করে তুলবে বলে আশা করা হচ্ছে। আরবিআই জানিয়েছে, ডিজিটাল মুদ্রায় লেনদেনের খরচ কমিয়ে দেবে।


You might also like!