Business

1 year ago

PNB FD Interest Rate: ফিক্সড ডিপোজিটের উপর সুদ বাড়াল PNB! আরও বেশি লাভ হবে গ্রাহকদের

Pnb
Pnb

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপর ব্যাপক সুদের হার দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)! কয়েকটি মেয়াদের ফিক্সদ ডিপোজিটের উপর সুদের হার বাড়িয়ে দিয়েছে তারা। ফলে লাভবান হবেন লক্ষ লক্ষ গ্রাহক। ব্যাঙ্ক সুত্রে খবর, দু’কোটি টাকার নীচের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যেই কার্যকর হয়ে গিয়েছে নয়া সুদের হার।
জানা গিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৫ বেসিস পয়েন্ট থেকে ৩০ বেসিস পয়েন্টের মধ্যে ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্ক সূত্রে খবর, ২৭১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে করা হয়েছে ৫.৮ শতাংশ। এটি একেবারে ৩০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এর ফলে লাভবান হচ্ছেন লক্ষ লক্ষ গ্রাহক।
এক বছর থেকে ৬৬৫ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। ফলে এই মেয়াদের ফিক্সড ডিপোজিটে এ বার থেকে ৬.৮ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই পদক্ষেপের কারণে গ্রাহকরা ফিক্সড ডিপোজিটের উপর ৩.৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন।
দেখে নিন কত মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর কেমন হারে সুদ পাওয়া যাচ্ছে: 

৭ দিন থেকে ১৪ দিন: ৩.৫ শতাংশ।
১৫ দিন থেকে ২৯ দিন: ৩.৫ শতাংশ।
৩০ দিন থেকে ৪৫ দিন: ৩.৫ শতাংশ।
৪৬ দিন থেকে ৯০ দিন: ৪.৫ শতাংশ।
৯১ দিন থেকে ১৭৯ দিন: ৪.৫ শতাংশ।
১৮০ দিন থেকে ২৭০ দিন: ৫.৫ শতাংশ।
২৭১ দিন থেকে ১ বছরের কম: ৫.৮ শতাংশ।
১ বছর: ৬.৮ শতাংশ।
১ বছরের বেশি থেকে ৬৬৫ দিন: ৬.৮ শতাংশ।
৬৬৬ দিন: ৭.২৫ শতাংশ।
৬৬৭ দিন থেকে ২ বছর: ৬.৮ শতাংশ।
২ বছরের বেশি থেকে ৩ বছর পর্যন্ত: ৭ শতাংশ।
৩ বছরের বেশি থেকে ৫ বছর পর্যন্ত: ৬.৫ শতাংশ।
৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত: ৬.৫ শতাংশ।
প্রবীণ নাগরিকদের (Senior Citizen) জন্য আরও সুবিধা দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এ ক্ষেত্রে সাত দিন থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৪ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ অবধি হারে সুদ পাওয়া যাবে। ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, ৮০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের উপর ৪.৩ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। সাতদিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের ফিক্সড ডিপোজিট করতে পারেন অতি প্রবীণ নাগরিকরা।

You might also like!