Business

1 year ago

Nirmala Sitaraman : মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আরবিআই : নির্মলা সীতারমন

Nirmala Sitaramn
Nirmala Sitaramn

 

জয়পুর, ২০ ফেব্রুয়ারি : প্রত্যাশিত সীমার মধ্যেই মুদ্রাস্ফীতি পরিচালনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার জয়পুরে কেন্দ্রীয় বাজেট পরবর্তী আলোচনা সভায় যোগ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিভিন্ন অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্টার্ট আপ এবং ব্যাঙ্কিং সংস্থার প্রতিনিধি-সহ অংশীদারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এই আলোচনা সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, উদীয়মান বাজারে প্রতিটি দেশের জন্য পরিস্থিতি অনন্য। তিনি বলেন, আরবিআই ভারতীয় অর্থনীতির ওপর নজর রাখছে এবং যখনই প্রয়োজন হবে তখন পদক্ষেপ নেবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, সরকার ডাল ও তেল বীজের দাম নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এর আগে মুম্বই, হায়দরাবাদ ও ভুবনেশ্বরে বাজেট-পরবর্তী আলোচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।


You might also like!