Business

1 year ago

Digital Crop: পরীক্ষামূলকভাবে রাজ্যে চালু হয়েছে ডিজিটাল ফসলের সমীক্ষা

Digital crop survey has been launched in the state on an experimental basis
Digital crop survey has been launched in the state on an experimental basis

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের খারিফ মরশুম (গ্রীষ্মে রোপণ) থেকে পরীক্ষামূলকভাবে 12টি ডিজিটাল পদ্ধতিতে ফসলের সমীক্ষা শুরু করা হয়েছে। এর মূল উদ্দেশ্য, আরও ভালোভাবে রোপণের তথ্য সংগ্রহ করা। এ বিষয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, "সরকার 2023 সালের খারিফ মরশুম থেকে 12টি রাজ্যে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ফসল সমীক্ষা (DCS) চালু করেছে।"

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ডিসিএস রেফারেন্স অ্যাপ্লিকেশন একটি ওপেন সোর্স, ওপেন স্ট্যান্ডার্ড এবং ইন্টার অপারেবল পাবলিক গুড। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কথায়, "জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) এবং গ্লোবাল পজিশনিং সিস্টেমের (GPS) প্রযুক্তি-সহ জিও রেফারেন্সযুক্ত ম্যাপগুলি কৃষি জমির অবস্থান নিশ্চিতের জন্য ব্যবহার করা হয়।"

মন্ত্রী জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে নির্বাচিত 12টি রাজ্যে এই সমীক্ষা করা হচ্ছে। তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ওড়িশা, অসমের মতো রাজ্য। রাজ্যগুলিকে ডিজিটাল ক্রপ সার্ভে তথা DCS-এর জন্য পূর্ব প্রয়োজনীয় মানদণ্ডের ক্ষেত্রে প্রস্তুতির উপর ভিত্তি করে নির্বাচন করা হয়েছে। যেমন, গ্রামের মানচিত্রের জিও-রেফারেন্সিং এবং মালিকানার সীমা-সহ ডিজিটালাইজড রেকর্ড অফ রাইট। মন্ত্রী বলেছেন, "এই প্রকল্পের লক্ষ্য শস্যের রোপণ সংক্রান্ত সমস্ত সত্য তথ্য। পাশাপাশি, যাচাই করা একটি উৎস তৈরি করা। এর মাধ্যমে সঠিক ফসলের এলাকা অনুমান এবং বিভিন্ন কৃষক কেন্দ্রিক সলিউশনগুলি বিকাশ ঘটানো যাবে।"

অন্য একটি প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ইসরো (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন) মেরু কক্ষপথে রিসোর্স্যাট -2A, রাডার ইমেজিং স্যাটেলাইট (RISAT)- 1A (আর্থ অবজারভেশন স্যাটেলাইট-04) এবং ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট (INSAT) 3D লঞ্চ করেছে। এগুলির উদ্দেশ্য, বিভিন্ন কৃষিকাজের ক্ষেত্রে সহায়তা করা। যেমন চাষের অধীনে মোট এলাকার মূল্যায়ন, প্রাকৃতিক দুর্যোগ এবং রোগের আক্রমণ থেকে ক্ষতির বিষয়ে সহায়তা করা।

এছাড়াও কৃষিমন্ত্রী জানিয়েছেন, ISRO 2 একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তাব দিয়েছে। তার মধ্যে রয়েছে রিসোর্সেট-3 এবং 3A মিডিয়াম রেজোলিউশন স্যাটেলাইট। এছাড়াও রয়েছে Resourcesat-3S এবং 3SA উচ্চ রেজোলিউশন স্যাটেলাইট। এগুলির 4 দিনের রিভিসিট ক্ষমতা আছে। অন্যদিকে, RISAT-1B দিন হোক অথবা রাত এবং সমস্ত আবহাওয়ার অবস্থা চিত্রিত করতে পারে। RISAT-1B এর সঙ্গে RISAT-1A প্রায় 12 দিনের মধ্যে একই এলাকা কভার করবে। এছাড়া ইনস্যাট -3DS রেজোলিউশন এবং দৈনিক একাধিক ইমেজিং ক্ষমতা-সহ জিওস্টেশনারি কক্ষপথে থাকবে।

You might also like!