দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানিতে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। হাজার হাজার কর্মী শেষ কয়েক বছরে নিজেদের চাকরি হারিয়েছেন। তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে ই-কমার্স সংস্থা, সব ক্ষেত্রেই বিপুল সংখ্যার কর্মী ছাঁটাই হয়েছে। সেই তালিকায় বাদ পড়েনি ভারতীয় সংস্থাগুলিও। এমনকী 2023 সালের জুলাই মাসের শেষ সপ্তাহেও অব্যাহত রয়েছে কর্মী ছাঁটাইয়ের ধারা। এবার সেই তালিকায় যুক্ত হল Myntra-র নাম। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, Flipkart-এর মালিকানাধীন ফ্যাশন প্ল্যাটফর্মটি তাদের সংস্থায় একটি অভ্যন্তরীণ পুনর্গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই পরিকল্পনার অংশ হিসাবেই সংস্থায় প্রায় 50 জন কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। বুধবার এই সম্পর্কে একটি অভ্যন্তরীণ ঘোষণা করা হতে পারে।
এই পদক্ষেপের ফলে Myntra-র কোন বিভাগের কর্মীরা প্রভাবিত হবেন?
কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপটি সম্পূর্ণ সংস্থা জুড়েই হতে চলেছে। ইন-হাউস ব্র্যান্ড বিভাগের কর্মীরা এই সাম্প্রতিক পদক্ষেপটির কারণে সর্বাধিক প্রভাবিত হয়েছেন। তবে, স্পষ্টভাবে কোন বিভাগ থেকে কতজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
কেন এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত?
সাম্প্রতিক সিদ্ধান্তটি Myntra-র একটি নতুন ব্যবসায়িক কৌশলের অংশ। সংস্থাটি পোশাকের ব্র্যান্ডের জায়গায় শুরু হওয়া ইন-হাউস ব্র্যান্ডগুলির বৃদ্ধিকে স্কেল করার পরিবর্তে নির্বাচিত প্রাইভেট ব্র্যান্ডগুলির উপর ফোকাস করার পরিকল্পনা করছে। Roadstar, HRX এবং Mast and Harbour -এর মতো বৃহৎ ও খ্যাতনামা সংস্থাগুলির উপর এই পরিকল্পনায় বিশেষ গুরুত্ব প্রদান করবে ফ্লিপকার্টের অধীনস্থ কোম্পানিটি।
সংস্থাটির এক মুখপাত্র পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ছাঁটাইয়ের প্রসঙ্গে বিস্তারিতভাবে মন্তব্য না করে তিনি জানিয়েছেন, "আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার উপর লক্ষ্য রেখে এই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে। গ্রাহকদের চাহিদার উপর লক্ষ্য রেখে আমরা নতুন উন্নয়ন এবং প্রযুক্তি উদ্ভাবনের জন্য প্রচেষ্টা করে থাকি। সেই প্রচেষ্টার অংশ হিসাবে বিভিন্ন সময়ে কোম্পানির সাংগঠনিক কাঠামোর পর্যালোচনা করা হয়। কোম্পানির ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসাবে এই ক্ষেত্রে সামান্য কিছু কর্মচারীর ভূমিকা প্রভাবিত হতে পারে।"
বর্তমানে Myntra দেশে অন্যতম জনপ্রিয় ফ্যাশন রিটেল প্ল্যাটফর্ম। কোম্পানিটি দেশের সর্ববৃহৎ অনলাইন ফ্যাশন রিটেলারের তকমাও পেয়েছে। সম্প্রতি সংস্থাটি Gen-Z গ্রাহকদের প্ল্যাটফর্মে সংযুক্তিকরণ বৃদ্ধি করার উপর ফোকাস করেছে। এই পদক্ষেপটিও সেই পরিকল্পনারই অংশ বলে ধারণা করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।