Business

1 month ago

Market Price:ভাইফোঁটার আগেও বাজারদর চড়া, মরশুমি সব্জিও ঊর্ধ্বমুখী

Market Price
Market Price

 

কলকাতা, ২ নভেম্বর : কালীপুজো মিটতে না-মিটতেই ভাইফোঁটা। রবিবার ভাইফোঁটা। তার আগে শহর হোক অথবা জেলা, সমস্ত বাজারেই মাছ, মাংস থেকে শুরু করে সব্জি, ফল, মিষ্টি— সব কিছুরই চাহিদা তুঙ্গে। সেই দামও ঊর্ধ্বমুখী। শীতের মরসুমি সব্জি বাজারে উঠতে শুরু করেছে। সেগুলির দামও চড়া।

শহর ও শহরতলির বিভিন্ন বাজারগুলিতে কাতলা ৩০০ টাকা প্রতি কেজি, রুই ২৫০ টাকা প্রতি কেজি, মুরগির মাংস ২৫০ টাকা প্রতি কেজির আশপাশে ঘোরাফেরা করছে। পাশাপাশি, জেলার বাজারেও মাছ-মাংসের দাম অন্যান্য দিনের তুলনায় এই সময় কিছুটা বৃদ্ধি পেয়েছে। ভাইফোঁটার আগের দিন বাজার করতে গিয়ে রীতিমতো পকেট খালি হচ্ছে মধ্যবিত্তের।

You might also like!