সিডনি, ১৩ জানুয়ারি : আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ইতিমধ্যে বাংলাদেশ-নিউজিল্যান্ড-আফগানিস্তান দল ঘোষণা করেছে। সোমবার দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। জশ হ্যাজলউড-প্যাট কামিন্সকে নিয়েই ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে তারা।
অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে প্রথমবার ডাক পেয়েছেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। তাঁরা প্রথমবার আইসিসির কোনও টুর্নামেন্ট-এ খেলবেন। তবে পাকিস্তানের কন্ডিশন বিবেচনা করেই খেলোয়াড় বাছাই করেছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডি, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়েনিস ও অ্যাডাম জাম্পা।