দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গৌতম আদানি ও মুকেশ আম্বানি ৯ বিলিয়ান সম্পত্তি খোয়ালেও বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি রয়ে গেলেন টেসলা, স্পেসএক্স এবং টুইটারের মতো কোম্পানির মালিক এলন মাস্ক। একইসঙ্গে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নাল্টেরও সম্পত্তিও অনেকটা কমেছে। তাঁর সম্পত্তি 3 বিলিয়ন ডলারের বেশি কমেছে।
তবে ধনী তালিকায় থাকা ভারতীয় কোটিপতি ব্যক্তিদের সম্পত্তি কিন্তু হু হু করে বেড়েছে।এই তালিকায় থাকা গৌতম আদানি ও মুকেশ আম্বানিরা তাদের সম্পত্তি বেশ কিছুটা বাড়িয়ে ফেলেছেন বলে সূত্রের খবর।
এলন মাস্কঃ
গত শনিবারে এলন মাস্কের সম্পত্তি ৭৭০০০ কোটি টাকার বেশি কমেছে। কিন্তু তবুও এলন মাস্কের বর্তমান সম্পত্তির পরিমাণ রয়েছে ২২৬ বিলিয়ন ডলার বা ১৮ লাখ কোটি টাকারও বেশি।
বার্নার্ড আর্নল্টঃ
তিনি ৩.০৪ বিলিয়ন ডলার বা প্রায় ২৫০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই পতনের পর, বার্নার্ড আর্নল্টের মোট সম্পত্তির পরিমাণ রয়েছে ১৮৩ বিলিয়ন ডলার বা ১৫ লাখ কোটি টাকা।
মুকেশ আম্বানিঃ
এশিয়ার সবচেয়ে ধনী এবং দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানির মালিক মুকেশ আম্বানির নেট ওয়ার্থ হু হু করে বেড়েছে। এই বৃদ্ধির পর রিলায়েন্স চেয়ারম্যানের মোট সম্পত্তি বেড়ে হয়েছে ৯১ .২ বিলিয়ন ডলার। যা কিনা ভারতীয় মুদ্রায় হয় সাড়ে ৭ লাখ কোটি। এই বিপুল সম্পত্তি নিয়ে আম্বানি রয়েছেন বিশ্বের ধনী তালিকায় ১২তম স্থানে।
গৌতম আদানিঃ
গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ৯৬৯ মিলিয়ন ডলার বা প্রায় ৮০১৫ কোটি টাকা বেড়েছে। তাঁর সম্পত্তির পরিমাণ রয়েছে ৬২.৮ বিলিয়ন ডলার। তিনি ধনী তালিকায় রয়েছে ২১ তম স্থানে।