Horoscope

2 months ago

Today Horoscope: মীন রাশিতে বুধ ও শুক্রের মিলনের ফলে রয়েছে শুভ যোগ! অন্যান্য রাশির ভাগ্য কী খুলছে? জানুন রাশিফল

Today Horoscope
Today Horoscope

 

১। মেষ রাশির সাপ্তাহিক রাশিফল: সপ্তাহের শুরুতেই নতুন চাকরির খবর পেতে পারেন। প্রশাসনিক ব্যক্তিদের কর্মক্ষেত্রে অতিরিক্ত ঝামেলা লেগে থাকবে। ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল ভালো নাও হতে পারে। সপ্তাহের মাঝামাঝি আকস্মিক বিপদ আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য হবে। নিজের বিচক্ষণতা কাজে লাগিয়ে অর্থ সঞ্চয় করতে পারবেন।

২। বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল: সপ্তাহের প্রথম থেকেই উপার্জন বাড়বে। বেড়াতে গিয়ে বিপদ হতে পারে। নতুন কোথাও বিনিয়োগ না করাই ভালো। সপ্তাহের মাঝামাঝি নিজের অবহেলার কারণেই স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে। ধর্মীয় বিষয়ে ঝোঁক বাড়বে। ভাই-বোনের থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেরস্থানান্তর হতে পারে। নতুন চাকরির যোগ রয়েছে।

৩। মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল: সপ্তাহের প্রথমে শারীরিক অবস্থার কোনও উন্নতি হবে না। অর্থের অপচয় এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পেট বা কানের রোগের সমস্যা বাড়বে। সপ্তাহের মাঝামাঝি কোনও সহৃদয় ব্যক্তির থেকে উপকার পেতে পারেন। গুরুজন স্থানীয় ব্যক্তির জীবন সংকট হতে পারে। সপ্তাহের শেষে উপার্জন বাড়লেও সঞ্চয়ে বাধা আসবে।

৪। কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল: সপ্তাহের শুরুতেই ব্যবসায় সাফল্য আসবে। আয় বাড়বে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি মাথার যন্ত্রণা, মাথায় আঘাত, পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ অথবা ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। সামান্য কারণে চিন্তা বাড়বে। আইনি সমস্যা থেকে দূরে থাকুন। সপ্তাহের শেষে বাবার স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা বাড়বে।

৫। সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল: সপ্তাহের শুরুর দিকে শত্রুতা বাড়তে পারে। স্ত্রী-রোগের প্রকোপ বাড়বে। নতুন জমি বা বাড়ি কেনার যোগ আছে। সপ্তাহের মাঝে বিবাহযোগ্যদের বিয়ের কথা স্থির হতে পারে। হঠকারিতায় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কর্মক্ষেত্রে অধস্তন ব্যক্তির থেকে সাবধান থাকুন। জল বাহিত রোগে আক্রান্ত হতে পারেন।

৬। কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল: সপ্তাহের শুরুতেই পরিবারে নতুন সদস্য আসার সম্ভাবনা প্রবল। পুরোনো রোগে কষ্ট পেতে পারেন। নতুন পরিকল্পনা করে ব্যবসার হাল ঘোরাতে সচেষ্ট হবেন। সপ্তাহের মাঝে কোনও মহিলা শত্রুতা করায় ক্ষতি হতে পারে। আয় ভালো হবে। নিকট আত্মীয়ের স্বাস্থ্যহানির খবর পেতে পারেন। সপ্তাহের শেষে মানসিক অবসাদ বাড়বে।

৭।‌ তুলা রাশির সাপ্তাহিক রাশিফল: সপ্তাহের শুরুতেই কর্মস্থানে স্বীকৃতি প্রাপ্তি বা কর্ম পরিবর্তনের যোগ থাকছে। হাঁপানি বা পেটের রোগে কষ্ট পেতে পারেন। সন্তানকে নিয়ে গর্ব অনুভব করবেন। সপ্তাহের মাঝামাঝি মাতৃস্থানীয়া কোনও মহিলা শারীরিক ভাবে বিপদমুক্ত হবেন। ওষুধ ব্যবসায়ীরা বিশেষ লাভবান হবেন। সপ্তাহের শেষে ঋণ দিলে বা নিলে সমস্যায় পড়তে পারেন।

৮। বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল: সপ্তাহের শুরুতেই ভ্রমণযোগের সম্ভাবনা রয়েছে। কৃষিকাজের সঙ্গে যুক্তদের সৌভাগ্যবৃদ্ধি হবে। সরকারি উচ্চপদে চাকরি পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি নিকট আত্মীয়ের বিপদের আশঙ্কা রয়েছে। ব্যবসায় আয় বাড়বে। নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। সপ্তাহে শেষে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হবে।

৯। ধনু রাশির সাপ্তাহিক রাশিফল: সপ্তাহের শুরুতেই সাংসারিক কাজের ঝঞ্ঝাট বাড়বে। সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি আপনার উৎকন্ঠা বাড়াবে। ছাত্রছাত্রীরা সপ্তাহের মাঝামাঝি লেখাপড়ায় মন দিলে ফল ভালো হবে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, পাশাপাশি কর্ম পরিবর্তন বা কর্মহানির যোগ আছে।

১০। মকর রাশির সাপ্তাহিক রাশিফল: সপ্তাহের শুরুতেই বিবেচনাহীন লগ্নিতে আর্থিক ক্ষতি হতে পারে। জল বাহিত রোগের প্রাদুর্ভাব বাড়বে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। সপ্তাহের মাঝে কর্মক্ষেত্রে আইনি গোলযোগ আসার সম্ভাবনা রয়েছে। জ্ঞাতিশত্রুর থেকে ক্ষতি হতে পারে। শিক্ষকতা, গবেষণা বা বৃত্তিমূলক পড়াশোনায় নতুন সুযোগ আসতে পারে।

১১। কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল: এই সপ্তাহে আর্থিক জটিলতা বাড়বে। বড় কোনও রোগের সম্ভাবনা নেই তবে রক্তচাপ জনিত সমস্যা বা পড়ে গিয়ে কষ্ট পেতে পারেন। বাড়িতে আত্মীয় আসতে পারে। সপ্তাহের মাঝামাঝি অযথা খরচ বাড়তে পারে। বিনা কারণে দুশ্চিন্তা বাড়বে। কমিশন ভিত্তিক কাজে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সপ্তাহের শেষে আয় সমান্তরাল থাকলেও সঞ্চয় হবে না।

১২। মীন রাশির সাপ্তাহিক রাশিফল: সপ্তাহের প্রথম দিকে লোহা, পশম, হস্তশিল্পের ব্যবসায়ীরা বিশেষ লাভবান হবেন। সঞ্চয় বা পুঁজি ভেঙে নতুন ব্যবসা শুরু করতে পারেন। স্বাস্থ্যের কারণে এই সপ্তাহে অর্থ ব্যয় হতে পারে। সপ্তাহের মাঝে বিষাক্ত জন্তু বা পতঙ্গের কারণে সমস্যায় পড়তে পারেন। সপ্তাহের মাঝামাঝি ব্যবসায় সরকারি বাধা আসার সম্ভাবনা রয়েছে।

You might also like!