Health

2 hours ago

Health Tips: নিরামিষ হোক বা আমিষ সবেতেই চলছে ধনের দাপট! এতে শরীরে কি প্রভাব পড়ছে?

Coriander seeds
Coriander seeds

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সুগার-থাইরয়েড মুক্ত সুস্বাস্থ্য, উজ্জ্বল ত্বক এবং সুন্দর ফিগারের পাওয়ার ইচ্ছা থাকে সকলেরই। আর সেই রহস্যই লুকিয়ে রয়েছে ভালো রান্নায়। অনেক সময় দেখা যায়, নিরামিষ কিংবা আমিষ রান্নায় ধনে পাতা বা ধনে গুড়ো দিলেই অসাধারণ স্বাদ আসে খাবারে। তবে এতে শরীরে কোন কুপ্রভাব পড়ে না বলেই মত চিকিৎসকদের।

চিকিৎসকদের মতে, রোজ সকালে ধনে বীজ ভেজানো জল খেলে মেটাবলিজম বাড়াবে। ফলে শরীরের মেদ ধীরে ধীরে গলতে শুরু করবে। সাথে গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে এই বীজ। শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেয়, ফলে কিডনি ভাল থাকে। ত্বক ভাল করে-ধনেবীজের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রক্ত পরিষ্কার রাখে, ফলে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়।

You might also like!